কচুয়া উপজেলার সফিবাদ ফোরকানীয়া নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় উপহার সামগ্রী বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার মাদ্রাসার মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাজেদুল হাসান কামালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও উপহার সামগ্রী বিতরণ করেন, বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সেলস ডাইরেক্টর কচুয়ার কৃতি সন্তান রফিকুল ইসলাম রণি।
সমাজসেবক শরীফ হোসেনের পরিচালনায় মাদ্রাসার উন্নয়ন ও দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন,পালাখাল মডেল ইউনিয়ন চেয়ারম্যান হাবিব মজুমদার জয়,সফিবাদ ফোরকানীয়া নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার পরিচালনা পর্ষদের সভাপতি সফিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা সোহেল, ইউপি সদস্য জাকির হোসেন মোল্লাসহ আরো অনেকে।
এসময় কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার এসোসিয়েশনের সভাপতি মিজানুর রহমান, কচুয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলামসহ মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী,অভিভাবক, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সেলস ডাইরেক্টর রফিকুল ইসলাম রণি ব্যক্তিগত তহবিল থেকে মাদ্রাসার প্রায় তিন শতাধিক ছাত্র -ছাত্রীদের মাঝে টুপি, লুঙ্গি, হিজাব ও জামার কাপড়সহ অন্যান্য উপহার সামগ্রী বিতরণ করেন।