হাজীগঞ্জ উপজেলার ৬ নং বড়কুল পূর্ব ইউনিয়নে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রদত্ত ঈদ উপহার দুঃস্থ পরিবার মাঝে ১০ কেজি করে বিনামূল্যে ভিজিএফের চাউল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ জুন) সকালে উপজেলার ৬ নং বড়কুল পূর্ব ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান মজিবের সভাপতিত্বে ভিজিএফ কর্মসূচির আওতায় অতিদরিদ্র ও দুঃস্থ পরিবার মাঝে ১০ কেজি করে বিনামূল্যে ২২০৭ পরিবারের মাঝে এ ভিজিএফ এর চাউল বিতরণ কর হয়।
এ সময় ইউপি চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান মজিব বলেন,২২০৭ জন সুবিধা বঞ্চিত দুঃস্থ পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়। আমি উপস্থিত থেকে শতভাগ সুষ্ঠুভাবে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফের চাউল বিতরণ করা হয়।
এ সময় উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার (এটিইও) ও ট্যাগ অফিসার মোঃ মনিরুজামান পাটওয়ারী,ইউনিয়ন পরিষদের সদস্য ও গ্রাম পুলিশের সদস্যরা সুধীজন,গণ্যমাণ্যবর্গসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।