স্বামীর সাথে কলহের জেরে আত্মহত্যার জন্য বিষ কিনতে গিয়ে দোকানির সাথে প্রেম, সেই প্রেমে ব্যর্থ হয়ে ফের বিষপানে আত্মহত্যার চেষ্টা করে চাঞ্চল্য তৈরি করেছেন এক তরুণী। টানা পাঁচ দিন ধরে প্রেমিকের বাড়িতে অবস্থান করার পর প্রেমিকাকে না পেয়ে বাবার বাড়িতে এসে আত্মহত্যার চেষ্টা করেন সীমা আক্তার (২০) নামের সেই তরুণী।
শুক্রবার (৬ মে) রাতে কীটনাশক জাতীয় কিছু খেয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার দুপুরে সুস্থ হয়ে বাড়ি ফেরেন সীমা।
এদিকে বিয়ের দাবিতে পাঁচদিন ধরে সীমা তার প্রেমিকের বাড়িতে অবস্থান করলেও প্রেমিক রায়হান আত্মগোপন করে আছেন বলে জানা গেছে। পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালীর শনিবার এ ঘটনাটি প্রকাশ পেলে দিনভর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।