Header Border

ঢাকা, বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ (শীতকাল)
শিরোনাম
হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজে নবীন শিক্ষার্থীদের বরন ‘রুস্তমপুর সমাজ কল্যাণ ক্লাব’র ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন জমি বিক্রি করে দাদীকে হজ্জ পালন : সম্পত্তির ভাগ পেতে চাচার ঘর ভেঙ্গে নিল ভাতিজা হাজীগঞ্জে ভবন ও প্রশিক্ষনের উদ্বোধন, সেলাই মেশিণ ও কম্বল বিতরণসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করলেন জেলাপ্রশাসক ফরিদগঞ্জে তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মতলব উত্তরে চাচার ঘর ভেঙ্গে নিল ভাতিজা  ছেংগারচর বাজার বণিক সমিতির নির্বাচনে ১৭ প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ ছেংগারচর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে মান্নান লস্করের মনোনয়ন ফরম সংগ্রহ কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজের শিক্ষক পরিষদের অভিষেক ও বিদায় সংবর্ধনা কচুয়ায় চুরির ঘটনায় চোরচক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার

শাহরাস্তি উপজেলার পরিবেশ শান্ত রাখতে আইনশৃঙ্খলা সভায় সাধারণ জনগণের জানমাল রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।

শাহরাস্তি উপজেলার পরিবেশ শান্ত রাখতে আইনশৃঙ্খলা সভায় সাধারণ জনগণের জানমাল রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।
দেশব্যাপী চলমান সংকট মোকাবেলায় যে কোন মূল্যে শাহরাস্তি উপজেলার পরিবেশ শান্ত রাখতে একসাথে কাজ করার ঘোষণা দিয়েছে বিএনপি জামায়াত। ৭ আগষ্ট বুধবার বিকেলে শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে উপজেলা বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। এসময় শাহরাস্তি উপজেলার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। দেশব্যাপী চলমান সংকট মোকাবিলায় বিএনপি ও জামায়াত জনগণের জানমালের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে বলে নেতৃবৃন্দ জানান। দেশের সার্বিক পরিস্থিতির তুলনায় শাহরাস্তি পরিবেশ অনেকটাই শান্ত রয়েছে বলে তারা দাবি করেন। নেতাকর্মীদের জনগণের জানমালের নিরাপত্তা পাহারা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। নেতৃবৃন্দ জানান, যে কারণে জনগণ আওয়ামীলীগকে  প্রত্যাখ্যান করেছে সেই ধারাবাহিকতার অবসান ঘটাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর হওয়ার পরামর্শ দেয়া হয়েছে। শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসির আরাফাত বলেন, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা ভালো আছি। শাহরাস্তি উপজেলার মানুষ প্রমাণ করেছে তারা শান্তিপ্রিয়। তিনি বলেন, প্রশাসন ধৈর্য সহকারে আন্দোলনকারীদের শান্তিপূর্ণ সমাবেশ করতে সুযোগ দিয়েছে কোনভাবেই শিক্ষার্থীরা যেন আক্রান্ত না হয় সেই ব্যবস্থা করা হয়েছে। আমরা আক্রান্ত হয়েছি তবে শিক্ষার্থীদের আক্রান্ত হতে দেই নাই শিক্ষার্থীদের প্রতি কোন কঠোর আচরণ করা হয়নি। আমাদেরকে দেশের সম্পদ রক্ষা করতে হবে এই সম্পদ জনগণের আপনাদের তাই সরকার পরিবর্তন হয় কিন্তু জনগণের সম্পদ থেকে যায়। তাই সংখ্যালঘু ও সাধারণ জনগণের জানমাল রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, আমাদের কিছু লোকের জন্য আজ এই অবস্থা। অতি উৎসাহিত হয়ে পুলিশকে ব্যবহার করা হয়েছে, তারা পুলিশকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছে। যে ক্ষতি পুলিশ বাহিনীর হয়ে গেছে তা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। বর্তমানে পুলিশের কার্যক্রম বন্ধ রয়েছে জনগণের সহযোগিতা পেলে পুলিশ আবার কাজ করা শুরু করবে।

আরো পড়ুন  আজ মাস্টার খলিলুর রহমানের ২৩ তম মৃত্যুবার্ষিকী

সভায় উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) রিজওয়ান সাঈদ জিকু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মেহেদী হাসান, পল্লী বিদ্যুৎ ডিজিএম মোবারক হোসেন, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল। রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী, জেলা জামায়াতের যুগ্ম সাধারণ সম্পাদক মাওঃ আবুল হোসাইন, উপজেলা জামায়াতের আমির কামাল উদ্দিন, শাহরাস্তি পৌর সভার সাবেক মেয়র মোঃ মোস্তফা কামাল, পৌর বিএনপির সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিয়াজী, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, পৌর বিএনপির সাবেক সভাপতি শেখ বেলায়েত হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আকতার হোসেন চৌধুরী, পৌর যুবদলের সাবেক সভাপতি তাজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সভাপতি এবিএম পলাশ, সাধারণ সম্পাদক আজগর হোসেন মিয়াজী। এছাড়াও সভাপতি উপজেলা বিএনপি ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজে নবীন শিক্ষার্থীদের বরন
হাজীগঞ্জে ভবন ও প্রশিক্ষনের উদ্বোধন, সেলাই মেশিণ ও কম্বল বিতরণসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করলেন জেলাপ্রশাসক
ফরিদগঞ্জে তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মতলব উত্তরে চাচার ঘর ভেঙ্গে নিল ভাতিজা 
ছেংগারচর বাজার বণিক সমিতির নির্বাচনে ১৭ প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ
ছেংগারচর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে মান্নান লস্করের মনোনয়ন ফরম সংগ্রহ

আরও খবর

error: Content is protected !!