হাজীগঞ্জে হিন্দু সম্প্রদায়ের মন্দির পাহারা ও হাজীগঞ্জ বাজারে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্যরা। মঙ্গলবার (৬ আগস্ট) বিকালে হাজীগঞ্জ বাজারস্থ শ্রী শ্রী রাজা লক্ষ্মী নারায়ন জিউর আখড়ায় ও বুধবার (৭ আগস্ট) দুপুরে হাজীগঞ্জ বাজারে সংগঠনের নেতাকর্মীদের দায়িত্ব পালন করতে দেখা যায়।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে এবং সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার ঘটনায় উদ্ভুত পরিস্থিতিতে সারাদেশের মতো হাজীগঞ্জের আইন শৃঙ্খলার চরম অবনতি দেখা দেয়। এতে অনেকটা নিরাপত্তাহীনতা পড়ে হিন্দু ধর্মালম্বীদের মন্দির।
তাই নিজ উদ্যোগে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠন ইসলামী যুব আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা নিজ উদ্যোগে মন্দিরের নিরাপত্তা এবং উদ্ভুত পরিস্থিতিতে হাজীগঞ্জ বাজারে দাঁড়িয়ে থাকা ও চলমান গাড়ি নিয়ন্ত্রণসহ যানবাহনের শৃঙ্খলায় ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেন।
এছাড়াও ইসলামী আন্দোলন নেতৃবৃন্দের সাথে নিজ উদ্যোগে শিক্ষার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন শ্রমিক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন এবং পাশাপাশি কয়েকজন শিক্ষার্থীকে মন্দিরের নিরাপত্তার দায়িত্বও পালন করতে দেখা গেছে।
এ দিকে ইসলামী আন্দোলন ও বিএনপির নেতাকর্মী এবং শিক্ষার্থীদের এমন প্রশংসনীয় কাজে স্বস্তি প্রকাশ করেছেন হিন্দু সম্প্রদায়সহ সাধারণ মানুষ। তারা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানান এবং আগামি দিনেও দেশের যেকোন দুর্যোগময় মূহুত্বে মানুষের পাশে দাঁড়াবে বলে আশা প্রকাশ করেন।