চাঁদপুরের শাহরাস্তিতে নন-এমপিও মাধ্যমিক বিদ্যালয় এসোসিয়েশন এর কমিটি গঠন করা হয়েছে। গতকাল শাহরাস্তি উপজেলার সকল নন-এমপিও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকার সাথে মতবিনিময় সভায় এ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে নুরুননবী রবিন চৌধুরী, সহ-সভাপতি যথাক্রমে তাহমিনা মুক্তা, নূরুল ইসলাম
প্রধানিয়া, সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন সিরাজী, অর্থ সম্পাদক নূরুল আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ নেওয়াজ শরীফ, দপ্তর সম্পাদক মাহাবুবা আলম, প্রচার সম্পাদক মোঃ মাসুদ করিম, সম্মানিত সদস্য হিসেবে হোসনেয়ারা আক্তার মনোনীত হয়েছে।
সভা শেষে শাহরাস্তিতে নন-এমপিও মাধ্যমিক বিদ্যালয় এসোসিয়েশনের কমিটি গঠন পত্র উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াসির আরাফাতের নিকট প্রদান করেন কমিটির সভাপতি মোঃ নুরুন্নবী রবিন চৌধুরীসহ অন্যান্য সদস্যবৃন্দ