কচুয়ায় চাঁদা না দেওয়ায় হামলা চালিয়ে ড্রেজার ব্যবসায়ী মো. সোহাগ
গাজী (৩১) কে আহত করার অভিযোগ উঠেছে। সাচার গ্রামের চৌধুরী দিঘির
পাড় শুকুর আলীর ছেলে আজমুল হোসেন (৩০) সহ তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে। গতকাল
বৃহস্পতিবার দুপুরে দুর্গাপুর বাজারে এ হামলার ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার বিতারা ইউনিয়নের দুর্গাপুর গ্রামের আবুল কালাম
গাজীর ছেলে ব্যবসায়ী সোহাগ গাজীর কাছ থেকে পাশের গ্রামের আজমুল
হোসেনের সাঙ্গপাঙ্গরা সোহাগের কাছ থেকে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা
দিতে অস্বীকৃতি জানালে সোহাগ গাজীকে দুর্গাপুর বাজারে আসার জন্য খবর
দেয় আজমুল হোসেনের সাঙ্গপাঙ্গরা। সোহাগ বাজারে আসলে আজমুল হোসেন
তার দলবল নিয়ে তার উপর অর্তকিত হামলা চালিয়ে দেশীয় অস্ত্র দিয়ে তার গাল ও শরীলে
আঘাত করলে সোহাগ রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার চিকিৎসা দিয়ে তাকে
হসপিটালে ভর্তি দেন।
আহত সোহাগের বাবা আবুল কালাম গাজী জানান, সাচার গ্রামের আজমুল
হোসেন (৩০), সুমন হোসেন (৩৩), সোহাগ হোসেন (২৬), নবির হোসেন (২২)
গংরা আমার ছেলের কাছ থেকে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে
অস্বীকৃতি করায় আমার ছেলেকে দুর্গাপুর বাজারে ডেকে নিয়ে হামলা চালিয়ে
গাল ফাটিয়ে ও শরীলে রক্তাক্ত জখম করে। আমার ছেলের সাথে থাকা একটি স্মার্ট ফোন
ও নগদ ২০ হাজার টাকা হামলা কারীরা নিয়ে যায়। ঘটনার পর থেকে তাদের ভয়ে আমরা
নিরাপত্তা হীনতায় ভুগছি। কচুয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অভিযুক্ত আজমুলের ব্যবহৃত (০১৯৯০৫০৯৭০৬) এই নাম্বারে যোগাযোগ করলে
বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া যায়নি।