Header Border

ঢাকা, সোমবার, ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ (বসন্তকাল)
শিরোনাম
হাজীগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মতলব উত্তরে দূর্গাপুর ইউনিয়নের বিএনপির ইফতার মাহফিল  হাজীগঞ্জ পৌরসভায় দুঃস্থ ও অসহায় নারীদের পোশাক তৈরি প্রশিক্ষণ কুমিল্লা-চাঁদপুর রুটে আইদি পরিবহন চলাচলে হাই কোর্টের নিষেধাজ্ঞা- রুটপারমিট ছাড়াই চলাচলের অভিযোগ কচুয়ায় প্রবাসীর নিরাপত্তা ও সম্পদ রক্ষার্থে এলাকাবাসির মানববন্ধন স্কাউটের সর্বোচ্চ পদক `শাপলা কাব এ্যাওয়ার্ড’ পেল হাজীগঞ্জের জাবীন ইসলাম সাবা কচুয়ার জগতপুরে ২কোটি টাকা ব্যয়ে জনপদে গড়ে উঠেছে দৃষ্টিনন্দন মসজিদ চাঁদপুরের সাবেক এমপি হারুন অর রশিদ খানের আত্মার মাগফেরাত কামনায় আজ মসজিদ, মাদ্রাসায় দোয়ার আয়োজন হাজীগঞ্জে ডাক্তারের ভুল চিকিৎসায় ৬ দিনের শিশুর মৃত্যু অভিযোগ শাহরাস্তিতে মরা গরুর গোশত বিক্রির দায়ে মোবাইল কোর্টে জরিমান

দীর্ঘদিন ধরে মানবসৃষ্ট জলাবদ্ধতার শিকার হাজীগঞ্জ পৌরবাসী

সামান্য বৃষ্টিতেই হাজিগঞ্জ পৌর এলাকার বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে পৌরবাসী। বিশেষ করে শিক্ষার্থী ও নিম্ন আয়ের মানুষেরা দুর্ভোগে পড়ছেন বেশি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

এলাকাবাসী জানান, শহরের বিভিন্ন জায়গায় পৌর কর্তৃপক্ষ ড্রেন নির্মাণ করেছে ঠিকই, কিন্তু তা কোনো কাজে আসছে না। ড্রেনগুলো অগভীর,ময়লা আবর্জনা আর মাটিতে ভরে গেছে, এ কারণে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।
ড্রেনের ময়লা-আবর্জনা বৃষ্টির পানির সঙ্গে সড়কে উঠে আসে। এ ছাড়া মুষলধারে বৃষ্টি হলে ড্রেনের নোংরা পানি সড়কের পাশের বাড়িতেও ঢুকে পড়ে। তখন অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষদের।

বৃষ্টিতে পৌর এলাকার হাজীগঞ্জ বাজারের চৌরাস্তা থেকেই স্টেশন রোড পর্যন্ত সড়ক বাজারের ভিতরের বিভিন্ন গলি, পৌর ৪ নং ওয়ার্ডের মধ্য অঞ্চলের প্রায় সকল রাস্তা, ৫ নং ওয়ার্ডের সকল রাস্তা, ৬ নং ওয়ার্ডের বেশিরভাগ অঞ্চলে প্রায় এক ফুট আবার কোথাও কোথাও দেড় থেকে দুই ফুট পানির নিচে তলিয়ে যায় ।

হাজীগঞ্জ বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার ঘুরে দেখা গেছে, সড়কে মানুষের সমাগম অনেকটাই কম। এক দেড় ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে গেছে বিভিন্ন গলির রাস্তা । যার ফলে অনেক ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকেছে পানি। দোকান ও গোডাউনে পানি ঢুকে নস্ট হচ্ছে অনেকের মালামাল, যার ফলে বিপাকে পড়তে দেখা গেছে ব্যবসায়ীদের।

নাসির নামের এক ব্যবসায়ী জানান, ‘কোটি কোটি টাকা ব্যয়ে নালা সংস্কারের কাজ করেছে পৌরসভা। কিন্তু এখন আগের চাইতে বেশি পানি জমছে সড়কে। তাহলে এত টাকা খরচ করে ড্রেন নির্মাণের দরকার কি ছিল।’

এদিকে পৌর এলাকার কাচা বাজার মাছ বাজার সহ বিভিন্ন জায়গায় পানি এবং কাদা জমে থাকায় ক্রেতা-বিক্রেতাদের বিপাকে পড়তে দেখা যায়।

এলাকাবাসীর কাছে জানতে চাইলে তারা জানান, হাজীগঞ্জ বাজারের ভেতরেই তিনটি সরকারি খাল ছিল,তার মধ্যে দুটি খালের মালিকানায় ছিল জেলা পরিষদের, গত ২০ বছরে জেলা পরিষদের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজসে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি লিজ নেওয়ার নাম করে খাল ভরাট করে প্রয়োজনীয় পানি নিষ্কাশনের ব্যবস্থা না করেই স্থাপনা নির্মাণ করেছে। সরকারি খাল গুলো ভরাট করার কারণেই জলাবদ্ধতা সৃষ্টির প্রধান কারণ বলে মনে করছেন স্থানীয় জনগণ।

আরো পড়ুন  রাজারগাঁও আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সম্পত্তি দখলের চেষ্টা  - Rknews71

 

এলাকাবাসী মনে করছেন খাল ভরাট করে খালের পাশ দিয়েই কোটি কোটি টাকা ব্যয় করে ড্রেন নির্মাণ করার উদ্দেশ্য কি, বরঞ্চ এই খাল থাকলে হাজীগঞ্জ পৌর এলাকায় জলাবদ্ধতা তো দূরের কথা শাখা ড্রেন ব্যতীত আর কোন ড্রেনও তৈরি করার প্রয়োজন হতো না। তাই দ্রুত এই সরকারি খাল গুলো উদ্ধার করা না হলে হাজীগঞ্জ পৌর এলাকা এক সময় জলাবদ্ধতার নগরী হিসেবে পরিণত হবে।

পৌর এলাকার বাসিন্দা মো.আলী বলেন, অল্প বৃষ্টি হলেই আমাদের এলাকার রাস্তাগুলোতে পানি জমে যায়। হেঁটে চলাচল করা যায় না। তা ছাড়া বৃষ্টি হলেই রিকশা চালকেরা ভাড়া বাড়িয়ে দেয়। ২০ টাকার ভাড়া তখন ৫০ টাকা হয়ে যায়। ভাড়া বৃদ্ধি হওয়ার কারণে অনেকেই প্রয়োজন থাকলেও বাসা থেকে বের হয় না।’

জানতে চাইলে হাজিগঞ্জ পৌরসভার প্রকৌশলী ইদ্রিস মিয়া বলেন, আমরা পরিকল্পিতভাবে ড্রেনের কাজ করেছি, কিন্তু যে পরিমাণ বৃষ্টি হচ্ছে তা এই ড্রেন গুলো দিয়ে নিষ্কাশন হচ্ছে না,এবং এবং ড্রেনগুলোর বিভিন্ন জায়গায় মানুষ অপরিকল্পিতভাবে ময়লা আবর্জনা ফেলার কারণের নালার মুখ বন্ধ হয়ে যাচ্ছে, তারপরও আমরা পৌরসভার লোক পাঠিয়ে সকল ড্রেনের মুখ এবং বিভিন্ন জায়গায় জমে থাকা আবর্জনা পরিস্কারের জন্য নির্দেশ দিয়েছি এবং খুব শীঘ্রই পানি নিষ্কাশনের ব্যবস্থা হয়ে যাবে ।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

হাজীগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
মতলব উত্তরে দূর্গাপুর ইউনিয়নের বিএনপির ইফতার মাহফিল 
হাজীগঞ্জ পৌরসভায় দুঃস্থ ও অসহায় নারীদের পোশাক তৈরি প্রশিক্ষণ
কচুয়ায় প্রবাসীর নিরাপত্তা ও সম্পদ রক্ষার্থে এলাকাবাসির মানববন্ধন
স্কাউটের সর্বোচ্চ পদক `শাপলা কাব এ্যাওয়ার্ড’ পেল হাজীগঞ্জের জাবীন ইসলাম সাবা
কচুয়ার জগতপুরে ২কোটি টাকা ব্যয়ে জনপদে গড়ে উঠেছে দৃষ্টিনন্দন মসজিদ

আরও খবর

error: Content is protected !!