ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি ইউনিয়ন পরিষদের কক্ষে টিসিবির মালামাল লুটের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দিবাগত রাতে সরিষা ইউনিয়ন পরিষদে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় টিসিবির ডিলার মো. সোহাগ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। মালামাল লুট হওয়ার কারণে উপকারভোগীরা খালি হাতে ফিরতে বাধ্য হন, যা নিয়ে তাদের চরম ক্ষোভ প্রকাশ করেছে।
ইউএনও সারমিনা সাত্তার বলেন, লিখিত অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ডিলারের অভিযোগ অনুযায়ী, সরিষা ইউনিয়নে ৭৮৫ জন উপকারভোগীর জন্য ৩১ বস্তা ডাল বরাদ্দ ছিল। ওই মালামাল রাতে ইউনিয়ন পরিষদে পৌঁছালে ডিলার গ্রামপুলিশ আসোম উদ্দিনকে জানিয়ে পণ্য রাখেন। পরে স্থানীয় কয়েকজন, তাহের মিয়া, সোহরাব আলী ও সবুজ মিয়া, ডিলারকে ভয়ভীতি দেখিয়ে পাহারার জন্য ১ হাজার টাকা দাবি করেন। পরবর্তীতে ৫০০ টাকার বিনিময়ে তারা চলে যান।
সকালে জানানো হয়, কক্ষের দরজা-জানালা ভেঙে টিসিবির মালামাল চুরি হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।
ডিলার মো. সোহাগ দাবি করেছেন, টাকা না দেওয়ার ক্ষোভে ওই ব্যক্তিরা এই ঘটনা ঘটিয়েছেন। গ্রামপুলিশ আসোম উদ্দিন বলেন, তিনি অসুস্থ থাকায় পাহারা দিতে অস্বীকার করেছিলেন। তাহের মিয়া পণ্য রাখার কক্ষে আগেই দরজা-জানালা ভাঙা ছিল বলে দাবি করেছেন।
এদিকে, ঘটনাটি এলাকার উপকারভোগীদের ক্ষোভ সৃষ্টি করেছে এবং তারা আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।