“অর্থনৈতিক শুমারীতে তথ্য দিন নতুন বাংলাদেশ বি-নির্মাণে অংশ নিন”-এই আদর্শিক স্লোগানকে সামনে রেখে শুমারীকাল ১০ ডিসেম্বর -২৬ ডিসেম্বর ২০২৪ ইং তারিখ পর্যন্ত সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে অর্থনৈতিক মূল শুমারীর সুপারভাইজার ও গণনাকারীগণের চারদিনের(৪)প্রশিক্ষণ কার্যক্রম উপলক্ষ্যে পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সহযোগিতায় হাজীগঞ্জ উপজেলা পরিসংখ্যান বিভাগ আয়োজিত হাজীগঞ্জ পৌরসভা ও ইউনিয়ন সুপারভাইজার এবং গণনাকারীদের প্রশিক্ষণ কার্যক্রম শনিবার (০৭ ডিসেম্বর) দ্বিতীয় প্রহরে হাজীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার তাপস শীল প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন।
প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্য বলেন, রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে আপনারা ম্যানুয়াল অনুযায়ী এবং আপনাদের জ্ঞান,প্রজ্ঞা,সৃজনশীলতা,বিচক্ষণতা এবং বুদ্ধিমত্তা প্রয়োগ করে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন।আপনাদের বিনয়ী ও সদাচারণের মাধ্যমে এই মহৎকর্মে সফলতার সহিত সম্পন্ন করবেন,এটাই প্রত্যাশা করছি।আপনাদের দায়িত্ব পালনে আমাদের সহযোগিতা থাকবে।
এদিন সকালে অর্থনৈতিক শুমারীর গুরুত্ব ও তাৎপর্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন,চাঁদপুর জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক মোহাম্মদ আজাদুর রহমান, জেলা শুমারী সমন্বয়কারী (চাঁদপুর-০২) বিপ্লব চক্রবর্তী এবং হাজীগঞ্জ উপজেলা ইউসিসি জয়নুল আবেদীন।
সভায় দায়িত্বপ্রাপ্তদের করণীয় বিষয়ে ম্যানুয়ালি দিকনির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন,দায়িত্ব প্রাপ্ত জোনাল অফিসার উপজেলা পরিসংখ্যান অফিসের সহকারী অফিসার মোঃ আব্দুর রাজ্জাক,দায়িত্ব প্রাপ্ত জোনাল অফিসার রকি সাহা,দায়িত্ব প্রাপ্ত জোনাল অফিসার (আইটি) জিন্নাত কবির সহ অন্যান্যরা।
এসময় উপস্থিত ছিলেন,সাংবাদিকবৃন্দ,উপজেলা পরিসংখ্যান বিভাগের দায়িত্ব প্রাপ্ত জোনাল অফিসারবৃন্দ,সুপারভাইজারবৃন্দ এবং গণনাকারীগণ।