চাঁদপুরের শাহরাস্তিতে সরকার বিরোধী লিফলেট বিতরণকালে ৭ জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বুধবার (৫ ফেব্রুয়ারি ২০২৫) বিকেলে উপজেলার মেহের কালিবাড়ী বাজারের বিভিন্ন ব্যবসায়ীদের মাঝে ইনসানিয়াত বিপ্লব চাঁদপুর জেলা শাখার উদ্যোগে লিফলেট বিতরণের সংবাদ পেয়ে শাহরাস্তি উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত হয়ে তাদের আটক করে পুলিশ কে খবর দিলে শাহরাস্তি থানা পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়। তারা হলেন, হাজীগঞ্জ উপজেলার কংশাই গ্রামের মাহমুদুল হাসান নয়ন, (৩০), হাজীগঞ্জ উপজেলার প্রফেসর পাড়ার মেহেদী হাসান সৈকত (২৭), দক্ষিণ বড়কুল গ্রামের মনোয়ার হোসেন (২৬), টোরাগড় গ্রামের সিহাব হোসেন (২০), শাহরাস্তি উপজেলার শোরসাক গ্রামের মেহেদী হাসান (১৮), নোয়াখালী জেলার চাটখিল উপজেলা পরকুট গ্রামের আব্দুল্লাহ আল মামুন (২৬), কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার মুকসাইব গ্রামের হাসাইন মোহাম্মদ জিহাদ (২২)।
শাহরাস্তি মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) আল আমিন ভুঁইয়া জানান, সরকার বিরোধী লিফলেট বিতরণকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা তাদের আটক করে আমরা ৭ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসি। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় মোঃ আবু হানিফ, জানান, তারা সরকার বিরোধী লিফলেট বিতরণ করার সময় আমরা তাদেরকে আটক করি। তারা নিষিদ্ধ ছাত্র লীগের বি-টিম হিসেবে মাঠে নেমেছে। সমন্বয়ক আকতার হোসেন সিহাব জানান, তারা বিগত অবৈধ সরকারের সময় নিবন্ধন পেয়েছে এবং নির্বাচনে অংশ নিয়েছে। এছাড়াও সমন্বয়ক শাহাদাত হোসেন, আব্দুল রহমান আরজু, আতাউর রহমান, আবু হায়দার, জহির হোসেন আটককৃতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।