হাজীগঞ্জে গোয়াল ঘরের আগুনে বসতঘর পুড়ে ভস্মিভূত হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার কালচোঁ উত্তর ইউনিয়নের মহব্বতপুর গ্রামের নিয়ে প্রধানিয়া বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওই বাড়ির বাসিন্দা ও ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. শওকত হোসেন প্রধানীয়ার কয়েক লাখ টাকার ক্ষতি হয়।
জানা গেছে, এদিন দুপুরে শওকতের গোয়ালঘরে আগুন লাগে। মুহুত্বে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে গোয়ালঘর সংলগ্ন বসতঘরে আগুন ধরে। তাৎক্ষনিকভাবে বাড়ির লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন এবং তারাসহ স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌছানোর পূর্বেই বসতঘরটি পুড়ে যায়।
এতে গোয়ালঘর ও বসতঘরসহ ঘরে থাকা আসবাবপত্র, তৈজসপত্র, স্বর্ণালংকার, প্রয়োজনীয় কাগজপত্র ও নগদ টাকাসহ সবকিছু পুড়ে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়। এক কথায় ক্ষতিগ্রস্ত পরিবারের পরনের পোশাক ছাড়া আর কিছুই রইলো না। স্থানীয়দের ধারনা, বৈদ্যুতিক সর্ট-সার্কিটের আগুনে সূত্রপাত।
এ বিষয়ে কালচোঁ উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মানিক হোসেন প্রধানিয়া আগুনে ক্ষতিগ্রস্থের বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুনে শওকত হোসেনের গোয়ালঘর ও বসতঘরসহ ঘরে থাকা সব কিছু পুড়ে যায়। এসময় বাড়ির লোকজন ও স্থানীয়দের সহযোগিতায় অন্য পরিবারের ঘরগুলো রক্ষা করা সম্ভব হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীল বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা করা হবে।