মতলব উত্তর ব্যুরো :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১নং ষাটনল ইউনিয়নে নিবন্ধিত জেলের মাঝে চাউল বিতরণ করা হয়েছে। ১৭ মে (মঙ্গলবার) সকালে উপজেলার ১নং ষাটনল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ৯৪১ জন নিবন্ধিত জেলে পরিবারের মাঝে প্রতি মাসে ৪০ কেজি করে ২ মাসের এক সাথে মোট ৮০ কেজি করে চাউল বিতরণ করা হয়।
চাউল বিতরণকালে এক সংক্ষিপ্ত আলোচনায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফেরদৌস আলম সরকার বলেন, জাটকা রাক্ষয় সবাইকে সচতেন থাকতে হবে। জেলেদের উদ্দেশ্যে বলেন, জাটকা রক্ষা করলে যখন ইলিশ হবে এই ইলিশ আপনারাই ধরবেন এবং তার সুফল আপনারাই ভোগ করবেন। তাই জাটকা ধরা থেকে সবাইকে বিরত থাকতে হবে।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার জেলেদের নানান সুবিধা দিচ্ছে সুতরাং জাটকা রক্ষায় সবাইকে সহযোগীতা করতে হবে। কোন জেলে নদীতে জাটকা ধরবেন না।
এ সময় উপস্থিত ছিলেন- ট্যাগ অফিসার ও উপজেলা সমবায় কর্মকর্তা ফারুক হোসেন, ইউপি সচিব আল আমিন কাজী, ইউপি সদস্য মো. বোরহান উদ্দিন, রফিকুল ইসলাম, আক্কাস আলী মোল্লা, মোশারফ হোসেন, জসিম দেওয়ান, মোশাররফ হোসেন শিকদার, মনির হোসেন, জাকির হোসেন সরকার, মহিলা ইউপি সদস্য রাহিমা বেগম, জেসমিন আক্তার, আলো বেগম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।