হাজীগঞ্জে দিনব্যাপী নতুন ভবন ও প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন, সেলাই মেশিণ ও ঋণ বিতরণসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন, জেলাপ্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। মঙ্গলবার (১৪ জানুয়ারী) সকালে তিনি উপজেলার বাকিলা ইউনিয়নের ফুলছোঁয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন এবং বাকিলা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন।
দুপুরে তিনি বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন, হাজীগঞ্জ থানা ও পৌরসভা পরিদর্শন বিএডিসি কর্তৃক কৃষকদের প্রশিক্ষণ কর্মসূচী উদ্বোধন করেন। এরপর বিকালে তিনি উপজেলার দুঃস্থ ও অস্বচ্ছল মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন, গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন এবং দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেন।
এরপর এদিন সন্ধ্যায় জেলাপ্রশাসকের নিজস্ব ভূমি হাজীগঞ্জ পৌর হকার্স মার্কেট পরিদর্শন করেন জেলাপ্রশাকস মোহাম্মদ মোহসীন উদ্দিন। এসময় তিনি বাজারের ব্যবসায়ীদের সাথে কথা বলেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক, উপজেলা প্রকৌশলী মো. আজিজুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু সাঈদ চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আশেকুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী (সেচ) মামুনুর রশিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা আনজুম ভানুসহ অন্যান্য সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এছাড়াও হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, বাকিলা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মিলন, গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলাল, পৌর নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম বিন আখতার, বাকিলা ইউনিয়ন ভূমি কর্মকর্তা মিজানুর রহমান, বলাখাল চন্দ্রবাণ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাসসহ বিভিন্ন প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।