মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান (একমাত্র ইংরেজি ভার্সন) দি কার্টার একাডেমি স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫জানুয়ারী) আনন্দমুখর পরিবেশে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। দিনব্যাপী এ অনুষ্ঠান সকালে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থাপনায় সুশৃঙ্খলভাবে অ্যাসেম্বলি, প্যারেড ও পিটি শো প্রদর্শিত হয় এবং এর পরে পায়রা, বেলুন উড়িয়ে ও মশাল প্রদক্ষিণের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। পরে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন নৌ বাহিনীর প্রধান অবঃ রিয়ার এডমিরাল আবু তাহের।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এনএমসিআই বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সাদরূল্লাহ আল মনসুর।
এসময় উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, কর্মকর্তা, কর্মচারীসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ।