মতলব উত্তরের ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের পূর্ণমিলনী অনুষ্ঠানে অংশ গ্রহণের নিবন্ধন প্রক্রিয়ার অংশ হিসাবে উদযাপন পরিষদের প্রচারণা করা হয়েছে।
গতকাল শুক্রবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু করে ইমামপুর, লালপুর,কালীপুর ও ষাটনল এলাকায় বাদ্য বাজনা ব্যবহার করে প্রচারণা চালানো হয়।
ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের পূর্ণমিলনী সফল করার লক্ষ্যে প্রাক্তন শিক্ষার্থীদের সাথে নিয়ে ষাটনল ইউনিয়নের বিভিন্ন স্থানে প্রচারণা শুরু করেন উদযাপন পরিষদের আহবায়ক শাহজাহান সরদার, সদস্য সচিব মফিজুল ইসলাম শান্ত (ভিপি মফিজ)।
এসময় উপস্থিত ছিলেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট এসএম মফিজুল ইসলাম, ষাটনল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গুলজার হোসেন দেওয়ান, ইঞ্জিনিয়ার জাকির হোসেন, সাংবাদিক সুমন সরদার সহ উদযাপন পরিষদের বিভিন্ন উপ কমিটির সদস্যবৃন্দ।
প্রচারণা শেষে উদযাপন পরিষদের আহবায়ক শাহজাহান সরদার বলেন, আমাদের বিদ্যালয়ের ৮৮বছর পূর্তি উপলক্ষ্যে পূর্ণমিলনী হতে যাচ্ছে। আমি সকল প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতি ও সহযোগিতা প্রত্যাশা করি। আসুন আমরা ছাত্রজীবনের পুরনো স্মৃতিচারণ করতে সবাই দলমত নির্বিশেষে আগামী ৮ ফেব্রুয়ারী তারিখে বিদ্যালয়ের পূর্ণমিলনী অনুষ্ঠানে অংশ গ্রহণ করি।