ফরিদগঞ্জ থানা পুলিশ কর্তৃক পুলিশ পরিচয়ে রাস্তায় অটোরিক্সার গতিরোধ করিয়া নগদ টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ০১ জন এবং ছিনতাই কাজে ব্যবহৃত সিএনজি উদ্ধার।
২০ জানুয়ারি ( সোমবার) ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ, মোঃ শাহ আলম এর তত্ত্বাবধানে অত্র থানায় কর্মরত এসআই(নিরস্ত্র)/ মোঃ জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ লক্ষ্মীপুর জেলার রায়পুর থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া আসামী মোঃ শান্ত (২৩), পিতা-মোঃ বিল্লাল হোসেন, সাং-উত্তর চরপাতা (কলিয়া মুন্সি পুরান বাড়ি), থানা-রায়পুর, জেলা-লক্ষ্মীপুরকে গ্রেফতার করে ।
এ বিষয়ে ওসি শাহ আলম এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আসামি মোঃ শান্তকে আটক করা হয়েছে।
ধৃত আসামীর সহযোগি অপরাপর পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। আটককৃত আসামীকে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।