শাহরাস্তিতে স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, অবিসংবাদিত রাষ্ট্রনায়ক ও বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম-এর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। (১৯ জানুয়ারি) রোববার সন্ধ্যায় শাহরাস্তি উপজেলা ও পৌরসভা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে ঠাকুর বাজার দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাইফুল করিম মিনানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও পৌর সাবেক মেয়র মোঃ মোস্তফা কামাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক মোঃ শাহাদাত হোসেন মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান পাটোয়ারী, উপজেলা শ্রমিকদের সভাপতি ও পৌর কাউন্সিলর আব্দুল কুদ্দুস রানা। উপস্থিত ছিলেন বিএনপি নেতা কাজী জাহাঙ্গীর, মোঃ বিল্লাল হোসেন খোকন, মোঃ সাইফুল ইসলাম রনি, শাহ আলম মেম্বার, মোঃ অহিদুর রহমান, আব্দুস সালাম,আব্দুল মমিন, ইকবাল মোল্লা, শাহাদাত হোসেন, আলী আজগর পাটোয়ারী, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম মিয়াজী, যুগ্ন আহবায়ক মোঃ মনির হোসেন, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ নাজিনুল ইসলাম রাসলু, যুবদল নেতা মহসিন আলম, ওমর ফারুক, ইয়াকুব, রাজিব হোসেন, জানে আলম, রাজু পাটোয়ারী, মেহেদী হাসান, বোরহান উদ্দিন, মামুন, ফয়সাল আহমেদ, উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন, পৌর শ্রমিক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক হাসান ইমরুজ, শ্রমিকদল নেতা মোঃ ইউসুফ, জহিরুল ইসলাম, নূরে আলম, জুয়েল রানা, বাহার আলম বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা জুনায়েদ হাওলাদার, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক শারাফাত করিম শামীম, মেহের ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক তানভীর হোসেন রিফাত, ছাত্রদল নেতা তামিম মাহমুদ, মনির হোসেন, রায়হানসহ বিএনপি যুবদল ছাত্রদল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান,বীর উত্তমের স্মৃতিচারণ করেন এবং প্রয়াত উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মিয়াজী, সিদ্দিকুর রহমান হেডমাস্টার, বিএনপি নেতা এস এম ফিরোজ, ছাত্রদল নেতা আব্দুল কাদেরসহ প্রয়াত বিএনপি নেতাদের জান্নাতবাসী কামনা করে মিলাদ ও দোয়া পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা জাকির হোসেন।
মোঃ জামাল হোসেন