Header Border

ঢাকা, সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ (শীতকাল)
শিরোনাম
ফরিদগঞ্জ লেখক ফোরামের আয়োজনে রস ও সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত মতলব উত্তরে প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল চরাঞ্চল বাসীর সাথে জেলা প্রশাসকের মতবিনিময় মেঘনা ধনাগোদা সেচ কার্যক্রম ফটো সেশনে উদ্বোধন ; বাস্তবে পানি পাচ্ছে না কৃষক মতলব উত্তরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন মতলব উত্তর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার বিভিন্ন স্থানে পথসভা ফরিদগঞ্জে সিএনজি  ছিনতাইকারী  আটক  হাজীগঞ্জে ফুটবল ও কাবাডিতে চ্যাম্পিয়ন পৌরসভা, ব্যডমিন্টনে কালচোঁ উত্তর ইউনিয়ন ফরিদগঞ্জে সিআইপির খাল সমূহ পুনঃখনন কার্যক্রম অব্যাহত রাখা সহ সাত দফা দাবিতে সংবাদ সম্মেলন মতলব উত্তরে ৫বছরের সাজাপ্রাপ্ত ২০ মামলার আসামি গ্রেফতার শাহরাস্তিতে শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মতলব উত্তর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার বিভিন্ন স্থানে পথসভা

চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদার ছেলে তানভীর হুদা বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রতি জনগণের আস্থা বিশ্বাস আছে। সেই আস্থা অর্জনে এবং বিশ্বাস ধরে রাখতে হলে সাধারণ মানুষের পাশে থাকতে হবে। কারণ বৈষম্য বিরোধী আধুনিক রাষ্ট্র গঠনে বিএনপিকেই ক্ষমতায় আনতে চায় জনগণ। সোমবার (২০ জানুয়ারী) মতলব উত্তর উপজেলার বিভিন্ন স্থানে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

সোমবার দুপুরে উপজেলার শিকিরচর গ্রামে একটি পারিবারিক অনুষ্ঠানে যোগদান করেন তানভীর হুদা। পরে ষাটনল ইউনিয়নের আবু মার্কেট, কুনু মার্কেট, কালীপুর বাজার এবং ইমামপুরে গণসংযোগ এবং পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন তিনি।

 

এসময় তানভীর হুদা আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র তারেক রহমান তারুণ্যের উদ্দমী শক্তিতে বিএনপিকে সাজিয়েছেন। বিএনপির কোন নেতাকর্মী দুর্নীতি করে না। বিএনপির প্রতিটি নেতাকর্মী জনবান্ধব এবং দেশপ্রেমিক। বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। বিনা দোষে জেল খেটেছেন, তবুও দেশ এবং দেশের জনগণকে ছেড়ে যান নি। এতেই বুঝা যায় বিএনপি জনগণের দল, জনগণের সুখে দুঃখে পাশে থাকার দল।

 

তিনি বলেন, যুদ্ধ এখনো শেষ হয়নি। সৈরাচারের দোষররা এখনো দেশে আছে। আগামী নির্বাচন কেন্দ্র করে তারা অরাজকতা সৃষ্টি করতে পারে। তাই আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। সৈরশাসক শেখ হাসিনা পালিয়ে গেলেও তার অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীগুলো রেখে গেছে। তারা সুযোগ পেলে যেকোন সময় সাধারণ মানুষের ক্ষতি করতে পারে। এই বিষয়টি মাথায় রাখতে হবে এবং দেশের মানুষের কাছে আমার নেতা তারেক রহমানের রাষ্ট্র গঠনর ৩১ দফা পৌঁছে দিতে হবে। আগামী দিনে বিএনপির হাত ধরে বাংলাদেশ উন্নত দেশের শিখরে পৌঁছে যাবে।

আরো পড়ুন  রমজানের আগে বাড়বে না চালের দাম, আশ্বাস খাদ্য মন্ত্রণালয়ের

 

সভায় আরো বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন, ঢাকা তেজগাঁও থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান কবির, জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি সারোয়ার মজুমদার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল করিম, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন খান, বিএনপি নেতা আলাউদ্দিন খান, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, ছেংগারচর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী, গজরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজি, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব শাহ আলম ভূঁইয়া, ছেংগারচর পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গাজী মাজহারুল ইসলাম উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক মো. মহসিন মন্ডল, ধর্ম বিষয়ক সম্পাদক ইউসুফ আখন, উপজেলা যুবদল নেতা জহির আহমেদ খান, উপজেলা তাতী দলের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম হানিফ, জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদ হোসেন মান্নু, ষাটনল ইউনিয়ন বিএনপি নেতা বাবুল হোসেন, রফিকুল ইসলাম মাষ্টার, যুবদল নেতা আ. সাত্তার গাজী, আব্দুল আজিজ, ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাকির হোসেন, ইউপি সদস্য আলআমিন, যুবদল নেতা হালিম সরকার রিংকু, জসিম পাটোয়ারী, দুর্গাপুর ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন, মিজানুর রহমান কবির দর্জি, ফরাজীকান্দী ইউনিয়ন যুবদল নেতা বিল্লাল রনি, হাসানুল কিবরিয়া তপন, ছাত্রদল নেতা আরিফুল ইসলাম প্রধান, নাদিম ভূইয়া, সোহেল রানা মুন্না প্রমুখ।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ফরিদগঞ্জ লেখক ফোরামের আয়োজনে রস ও সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত
মতলব উত্তরে প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল চরাঞ্চল বাসীর সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
মেঘনা ধনাগোদা সেচ কার্যক্রম ফটো সেশনে উদ্বোধন ; বাস্তবে পানি পাচ্ছে না কৃষক
মতলব উত্তরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন
ফরিদগঞ্জে সিএনজি  ছিনতাইকারী  আটক 
হাজীগঞ্জে ফুটবল ও কাবাডিতে চ্যাম্পিয়ন পৌরসভা, ব্যডমিন্টনে কালচোঁ উত্তর ইউনিয়ন

আরও খবর

error: Content is protected !!