Header Border

ঢাকা, সোমবার, ২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ (শীতকাল)
শিরোনাম
মতলব উত্তরে সওদাগর বাড়ীর উদ্যোগে পবিত্র ওরশ শরীফ পালিত মতলব উত্তরে তরঙ্গ ছাত্র কল্যান পরিষদের শিক্ষা বৃত্তি,কৃতি শিক্ষার্থী ও গুনীজন সংবর্ধনা।  আজ পবিত্র শবে মেরাজ ফরিদগঞ্জে যাত্রী সেজে ছিনতাইয়ের সময় চুরিকাঘাতে ছিনতাইকারী চক্রের সদস্য আহত! আটক১ মতলব উত্তরে পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেট’সহ গ্রেপ্তার ৩ মতলব উত্তরে কিশোর মাদক, কিশোর গ্যাং এবং ইভটিজিং প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি মতলব উত্তর উপজেলা মাসিক আইন শৃঙ্খলা ও সাধারণ সভা অনুষ্ঠিত  মতলব উত্তরে মাদক ও অনৈতিক কাজের প্রতিবাদ করায় ২ যুবকে কুপিয়ে জখম, থানায় মামলা শাহরাস্তি থানা পুলিশের জনসচেতনতা মূলক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দল নেতা শরিফ হোসেনের নেতৃত্বে অনুষ্ঠানে যোগদান

হাজীগঞ্জে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ করলেন জেলাপ্রশাসক

হাজীগঞ্জে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন এবং মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন ও ক্রীড়া সামগ্রী প্রদান করেছেন, জেলাপ্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। শনিবার (২৫ জানুয়ারি) তিনি পৌরসভাধীন হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের সৌন্দয্যবর্ধন কাজের উদ্বোধন, শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ এবং ও কালচোঁ উত্তর ইউনিয় দুইটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বড় করে স্বপ্ন দেখতে হবে এবং স্বপ্ন বাস্তবায়নে পরিশ্রম করতে হবে। তোমরা দেখবে অসংখ্য মানুষ রয়েছে, যাদের লেখাপড়া কাজে আসছেনা। তারা নিজেদেরকে পরিবার ও সমাজের বোঝা মনে করছে। সুতরাং যে লেখাপড়ায় দক্ষতার অর্জন হয়না, সেই লেখাপড়ার দরকার নেই। কারণ, লেখাপড়া করে সার্টিফিকেট অর্জন করবে। সেই সার্টিফিকেট যদি মূল্যহীন হয়, তাহলে তুমিই ক্ষতিগ্রস্ত হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীলের সভাপতিত্বে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের অস্বচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলো বলেন জেলাপ্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। এর আগে তিনি অধ্যক্ষ, সহকারী প্রধান শিক্ষক ও শিক্ষক মিলনায়তনের উদ্বোধন করেন। এসময় বক্তব্য রাখেন, অধ্যক্ষ মো. আবু ছাইদসহ একজন শিক্ষার্থী।

বেলা ৩টার দিকে পৌরসভাধীন ৩নং ওয়ার্ডে খাটরা-বিলওয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত দ্বিতল একাডেমিক ভবনের উদ্বোধন করেন জেলাপ্রশাসক। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অবসরপ্রাপ্ত পরিচালক মহিউদ্দিন তালুকদারের সভাপতিত্বে, প্রধান শিক্ষক নাজমা বেগমের সার্বিক ব্যবস্থাপনায় ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল হোসাইন চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিথিবৃন্দ।

এরপর বিকাল ৪টার দিকে কালচোঁ উত্তর ইউনিয়নে মহব্বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন করেন জেলাপ্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। উপজেলা প্রাথমিক শিক্ষক কর্মকর্তা মো. আবু সাঈদ চৌধুরীর সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ বেগমের উপস্থাপনায় এসময় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীলসহ অন্যান্য অতিথিবৃন্দ।

আরো পড়ুন  ফরিদগঞ্জে আগুনে পুড়লো পাঁচটি দোকান

অনুষ্ঠানগুলোতে বিশেষ অতিথি হিসেবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা, অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোছাদ্দেক হোসেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক, উপজেলা প্রকৌশলী মো. আজিজুল হক, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিরুল ইসলাম ও আনিছুর রহমানসহ অন্যান্য সরকারি উপস্থিত ছিলেন।

এছাড়াও হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, সাধারণ সম্পাদক খন্দকার আরিফ, ইউপি চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া, সাবেক ইউপি চেয়ারম্যান দিলদার হোসেন কিসলু, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি তুহিন হায়দার, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক হোসাইনুল আজমসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

মতলব উত্তরে সওদাগর বাড়ীর উদ্যোগে পবিত্র ওরশ শরীফ পালিত
আজ পবিত্র শবে মেরাজ
ফরিদগঞ্জে যাত্রী সেজে ছিনতাইয়ের সময় চুরিকাঘাতে ছিনতাইকারী চক্রের সদস্য আহত! আটক১
মতলব উত্তরে পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেট’সহ গ্রেপ্তার ৩
মতলব উত্তরে কিশোর মাদক, কিশোর গ্যাং এবং ইভটিজিং প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি
মতলব উত্তর উপজেলা মাসিক আইন শৃঙ্খলা ও সাধারণ সভা অনুষ্ঠিত 

আরও খবর

error: Content is protected !!