হাজীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য নবায়ন কর্মসূচীর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) বিকালে হাজীগঞ্জ বাজারস্থ বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি বিএনপির সমন্বয়ক ইঞ্জি. মমিনুল হক।
তিনি বলেন, গত ১৬/১৭ বছর বিএনপির রাজনীতির সাথে যারা জড়িত ছিলো এবং হামলা-মামলায় জড়িত হয়ে হয়রানির শিকার হয়েছে, তাদের সদস্য নবায়নে অগ্রাধিকার দিতে হবে। আর যারা আওয়ামী লীগের ছত্রছায়ায় কাজকর্ম করেছে, তাদেরকে ব্যাপারে সর্তক থাকতে হবে। কোন কিছুর বিনিময়ে তারা যেন সদস্য হতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি সদস্য নবায়নে অন্য কোন অভিযোগ পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আবুল খায়ের মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্য শেষে নিজের সদস্য নবায়নের মাধ্যমে বিএনপির সদস্য নবায়ন কর্মসূচীর উদ্বোধন করেন।
উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমএ রহিম পাটওয়ারীর উপস্থাপনা আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ¦ ইমাম হোসেন, সহ-সভাপতি মনিরুজ্জামান মনির ও সরোয়ার আলম ভুলু, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান কানু, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক আকতার হোসেন দুলাল, পৌর যুবদলের সাবেক সদস্য সচিব বিল্লাল হোসেন পাটওয়ারী, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন মুন্সী প্রমুখ। এসময় দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।