এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”এই শ্লোগানে কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নের নূরপুর ল্যাবরেটরী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বিদ্যালয়ের মাঠে অনাড়ম্বর সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক তাবারুক উল্যাহ।
বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মেজবাহ উদ্দিনের পরিচালনায় ও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রবিউল হোসেন ও সহকারী শিক্ষক শরীফ হোসেনের যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা একাডেমিক সুপারভাইজার কে এম সোহেল রানা,বুরগী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলম,সাকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকসানা রহমান,সমাজকল্যাণের সভাপতি জসিম উদ্দিন,সহ-সভাপতি নুরে আলম, সমাজসেবক হাফেজ আহমেদ সেলিম,যুবদল নেতা মুরাদ খানসহ আরো অনেকে ।
এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ , বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষা উপস্থিত ছিলেন। বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।