এক সময় আওয়ামীলীগের সার্পোটার ছিলো। ৫ আগস্টের পর অবস্থান পরিবর্তন করে রাতারাতি নিজেকে বদল করে বনে গেলেন বিএনপির সাংবাদিক। এমন ব্যক্তি এবং সাংবাদিকদের ফেসবুক হ্যাক করছেন রাকিবুল হাসান নামের প্রবাসী তরুণ।
গত কিছুদিন যাবৎ ফেসবুক একাউন্টের নিরাপত্তা নিয়ে সঙ্কায় আছেন ফরিদগঞ্জ উপজেলার মূল ধারার বেশ কিছু সংবাদকর্মী।
আওয়ামী লীগের বিরুদ্ধে লেখার অভিযোগ এনে বিদেশে অবস্থান করে সাইবার হামলা করে যাচ্ছেন ফরিদগঞ্জ উপজেলার ১ নং বালিথুবা পশ্চিম ইউনিয়নের চান্দ্রাবাজার এলাকার হ্যাকার রাকিবুল হাসান।
এখন পর্যন্ত অন্তত ১০ জন সংবাদকর্মীর ফেসবুক একাউন্ট নষ্ট করার খবর পাওয়া গেছে।
সাংবাদিকদের ফেসবুক আইডি সাইবার হামলার শিকার হয়েছে। ‘ক্র্যাক প্লাটুন ও রাজ্যসভা; নামের একটি হ্যাকার গ্রুপ এই হামলার দায় স্বীকার করেছে।
জানাযায় অনেক সংবাদ কর্মীদের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ “ক্রাক প্লাটুন ও রাজ্যসভা টিম” নামক একটা গ্রুপ থেকে হুমকি দিচ্ছেন এই তরুন।
এ বিষয়ে এক সংবাদকর্মী জানান, আমরা থানায় অভিযোগ জানিয়েছি কিন্তু হ্যাকার বিদেশে অবস্থান করায় ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।
সংবাদকর্মীরা নিরপেক্ষ ভাবে সংবাদ পরিবেশন করলেও আওয়ামী লীগ সমর্থতিত এই হ্যাকার বার বার সাইবার হামলা চালিয়ে যাচ্ছেন। আমরা এই হ্যাকারের জন্য অতিষ্ঠ।
ফেসবুক আইডি হারিয়ে বেশ কয়েকজন সাংবাদিক ইতোমধ্যে ফরিদগঞ্জ থানায় অভিযোগও করেছেন।
এ বিষয়ে হ্যাকার রাকিবুলের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে তিনি বলেন, আমি বিএনপি জামায়াত ও বাম দলের দালালদের মিডিয়ায় থাকতে দিবো না। কোনো নির্দিষ্ট নয়, কথা হচ্ছে যে সব সাংবাদিক আওয়ামীলীগ থেকে পায়দা নিয়েছে এখন দল বদল করে আওয়ামীলীগকে ক্ষতিগ্রস্থ করছে তাদের ছাড় নাই। আমার উদ্দেশ অনলাইনে গুজব ও অপপ্রচার থেকে রক্ষা করা সাধারণ জনগন সত্যটা জানতে পারে।