চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানার সভাপতিত্বে ও উপজেলা আইসিটি অফিসার মোঃ শাহাজানের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল বাশার, উপজেলা কৃষি কর্মকর্তা আয়শা আক্তার, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মাকসুদ আলম, উপজেলা প্রকৌশলী, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান পাটোয়ারী, মোঃ মহসিন মজুমদার,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন মিয়াজী, পৌর বিএনপি’র সাবেক আহবায়ক শেখ বেলায়েত হোসেন সেলিম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে শাহাদাত হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রতিযোগিতামূলক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন ইভেন্ট বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এছাড়াও প্রথম প্রহরে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় শাহরাস্তি উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন কর্তৃক একুশের প্রথম প্রহরে সকল ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধায় উপজেলা পরিষদ কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।