Header Border

ঢাকা, শুক্রবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ (বসন্তকাল)
শিরোনাম
শাহরাস্তি মডেল স্কুলের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শাহরাস্তি পৌর শ্রমিক দলের ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা মাতৃভাষা দিবসে বায়তুল ফালাহ ওয়েলফেয়ার সোসাইটির ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেন শাহরাস্তিতে একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রশাসনের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ২১ ফেব্রুয়ারিকে ঘিরে চাঁদপুর শহরে ফুলের জমজমাট ব্যবসা  হাজীগঞ্জে জগন্নাথপুর সপ্রাবির বার্ষিক ক্রীড়া ও মেধা পুরস্কার বিতরণ শাহরাস্তিতে নূর ভিশন তাহফিজুল কোরআন মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান শাহরাস্তিতে বড় ভাই কর্তৃক ছোট ভাইয়ের সম্পত্তি দখলের চেষ্টা ডাকাতিয়া নদীর তীরে পাবলিক টয়লেট নির্মাণের অভিযোগ চাঁদপুর শ্রম কল্যাণ কেন্দ্র এবং ‘বিজয়ীর’ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

২১ ফেব্রুয়ারিকে ঘিরে চাঁদপুর শহরে ফুলের জমজমাট ব্যবসা 

২১ ফ্রেবুয়ারিকে ঘিরে চাঁদপুরের ফুল ব্যবসায়ীরা ব্যস্ততম সময় পার করছে ফুলের রমরমা ব্যবসার   জন্য। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবসকে ঘিরে বেড়েছে এই ফুল ব্যবসায়ীদের ব্যস্ততা।
২০শে ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে দেখা যায় চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয়ের মাঠ সংলগ্ন ফুলের দোকান গুলোতে এখন জমজমাট ফুল ব্যবসা। ফুলের স্থায়ী দোকানের পাশাপাশি প্রতিবছরের মত এই বছর মাঠের পাশে ও রাস্তা পাশে গড়ে উঠেছে অস্থায়ী অনেক ফুলের দোকান। শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য ফুলেল বেদী বানানোর অর্ডার দিচ্ছেন মানুষজন ।
বিশেষ করে পুষ্পার্ঘ্য ও শ্রদ্ধাঞ্জলির তোড়া তৈরিতে ব্যস্ত ফুল ব্যবসায়ীরা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবসকে ঘিরে ফুলের দাম একটু বেশি হলেও ক্রেতার কমতি নেই পাইকারি এবং খুচরা দোকানগুলোতে। গোলাপ, সাদা গোলাম, রজনীগন্ধার, গাঁদা ফুল বিক্রি হচ্ছে । ফুলের দাম কিছুটা বাড়তি থাকার কারণে ব্যবসায়ীদের চোখে-মুখে আনন্দের ঝিলিক। অন্যান বছরের তুলনায় এ বছল চাহিদার তুলনায় ফুল সরবরাহ হয়েছে অনেক বেশি।
ফুল ব্যবসায়ী মোঃ খোকন মিয়া জানান এ বছর  ফুলের দাম অনেক বেশি। বেশি দামে কিনে অনতে হয়েছে,তাই আমাদেরকে দাম নিয়ে হিমশিম খেতে হচ্ছে। দাম একটু বেশি হলেও আমাদের কিছু নেই,কারণ বেশি দামে কিনে আনতে হয়েছে।
শহরের  ফুলের দোকান গুলোতে সকাল থেকে সারা রাত অবধি ফুল কেনাবেচা হবে। তাই ২১ শে ফেব্রুয়ারি উপলক্ষে ফুলের ব্যবসা বেশ জমে ওঠেছে। দুপুরে সকাল থেকে শহরের হাসান আলী স্কুলের পাশে ফুলের দোকান গুলোতে  ছোট ছোট ছেলে-মেয়েদেরকে সাথে নিয়ে তাদের বাবা-মায়েরাও এসেছেন সন্তানদের আবদার ফুলের মালা, বা ফুলের স্টিকার কিনে দিতে।তবে ফুলের দাম বেড়ে যাওয়ায় ক্রেতারা এখনো খুশি হতে পারেননি।
এ বিষয়ে সন্তান নিয়ে ফুল কিনতে আসা এক মা ক্রেতা জানান, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর বাচ্চার জন্য ফুল কিনতে এসেছি। কিন্তু ফুলের দাম অনেক বেশি। নির্দিষ্ট অঙ্কের টাকার মধ্যে মনের মতো ফুল যদি না পাই তাহলে ছোট পরিসরে এগোতে হবে।
এদিকে দাম বেশি হলেও দেদাসে ফুল কিনছেন ক্রেতারা। বিশেষ দিন বলে কথা। যে মানুষগুলো আমাদের মুখের ভাষা এনে দিয়েছেন, গভীর ভালোবাসায় একগুচ্ছ স্নিগ্ধ ফুলে তাদের যে শ্রদ্ধা জানাতেই হয়।
আরো পড়ুন  মতলব উত্তরে কাপ-পিরিচ প্রতীকের উঠান বৈঠক

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

শাহরাস্তি মডেল স্কুলের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
শাহরাস্তি পৌর শ্রমিক দলের ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা
মাতৃভাষা দিবসে বায়তুল ফালাহ ওয়েলফেয়ার সোসাইটির ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেন
শাহরাস্তিতে একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রশাসনের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
হাজীগঞ্জে জগন্নাথপুর সপ্রাবির বার্ষিক ক্রীড়া ও মেধা পুরস্কার বিতরণ
শাহরাস্তিতে নূর ভিশন তাহফিজুল কোরআন মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান

আরও খবর

error: Content is protected !!