Header Border

ঢাকা, রবিবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ (বসন্তকাল)
শিরোনাম
হাজীগঞ্জ স্বর্ণকলি হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ হাজীগঞ্জে কোন্দ্রা প্রিমিয়ার ক্রিকেট লীগ সিজন-৫ এর ফাইনলা ও পুরস্কার বিতরণ মরহুম শহীদ আজাদ সরকার স্মরণে সরকার বাড়ি প্রিমিয়ার লিগ ২০২৫-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্পন্ন শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি নিয়মিত খেলাধুলা করতে হবে : ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন জালাল মাও. আরিফ উল্ল্যাহ ও মাও. কুদরত উল্ল্যাহ (রা.) ফাউন্ডেশনের উদ্যোগে মতলব উত্তরে বৃত্তি প্রাপ্তদের মাঝে সনদ ও নগদ অর্থ বিতরণ আলীগঞ্জ দারুস সুন্নাহ মাদরাসায় শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় ফরিদগঞ্জ প্রেসক্লাবে ভাষাশহীদ স্মরণে দোয়া ও সাধারণ সভা অনুষ্ঠিত শাহরাস্তি পৌর শ্রমিক দলের ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা শাহরাস্তিতে শিক্ষক সমিতির মিলন মেলায় উপস্থিতি নিয়ে সবাই হতাশ। শাহরাস্তি মডেল স্কুলের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মরহুম শহীদ আজাদ সরকার স্মরণে সরকার বাড়ি প্রিমিয়ার লিগ ২০২৫-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্পন্ন

হাজীগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ আজাদ সরকার স্মরণে সরকার বাড়ি রাইজিং স্টারের উদ্যোগে আয়োজিত “সরকার বাড়ি প্রিমিয়ার লিগ ২০২৫”-এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রাত সাড়ে নয়টায় হাজীগঞ্জের টোরাগড় সরকার বাড়ি বালুর মাঠে এই প্রতিযোগিতার সমাপ্তি ঘটে। স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মাঠ ছিল উচ্ছ্বাসে মুখরিত।

ফাইনাল ম্যাচের শুরুতে শহীদ আজাদ সরকারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ম্যাচের উদ্বোধন ঘোষণা করা হয় এবং বর্ণিল আতশবাজি প্রদর্শনের মাধ্যমে উদযাপন করা হয়।

উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে বাদার্স ইউনিয়ন ১-০ গোলের ব্যবধানে আবহানীকে পরাজিত করে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে। ম্যাচজুড়ে দারুণ প্রতিদ্বন্দ্বিতা দেখা যায় এবং দর্শকরা শেষ মুহূর্ত পর্যন্ত উৎসাহের সঙ্গে খেলা উপভোগ করেন।

ফাইনাল ম্যাচ শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। টুর্নামেন্টে বিশেষ স্বীকৃতি পান, ম্যান অব দ্য ম্যাচ হৃদয়,সেরা গোলরক্ষক রিফাত, সেরা গোলদাতা: হিমেল সরকার, ম্যান অব দ্য টুর্নামেন্ট মুন্না।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শামসুদ্দিন খান নূর, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শওকত সরকার, পৌর ছাত্রদলের সদস্য ওমি চৌধুরী, উপজেলা ছাত্রদলের সদস্য সাব্বির সরকার ও সবুজ সরকার। তারা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাদের শুভেচ্ছা জানান।

এবারের আসরে মোট ৫টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ফাইনাল ম্যাচের রেফারির দায়িত্ব পালন করেন সজিব। পুরো টুর্নামেন্ট পরিচালনায় বিশেষ ভূমিকা রাখেন জাবেদ সরকার, যিনি পুরস্কার বিতরণী অনুষ্ঠানও সঞ্চালনা করেন।

টুর্নামেন্টজুড়ে দর্শকদের ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আয়োজক কমিটি ভবিষ্যতেও এমন ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছে।

আরো পড়ুন  শাহরাস্তিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন ম‍্যাচে ৩-০ গোলে অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব বিজয়ী

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

হাজীগঞ্জ স্বর্ণকলি হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
হাজীগঞ্জে কোন্দ্রা প্রিমিয়ার ক্রিকেট লীগ সিজন-৫ এর ফাইনলা ও পুরস্কার বিতরণ
শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি নিয়মিত খেলাধুলা করতে হবে : ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন জালাল
মাও. আরিফ উল্ল্যাহ ও মাও. কুদরত উল্ল্যাহ (রা.) ফাউন্ডেশনের উদ্যোগে মতলব উত্তরে বৃত্তি প্রাপ্তদের মাঝে সনদ ও নগদ অর্থ বিতরণ
আলীগঞ্জ দারুস সুন্নাহ মাদরাসায় শিক্ষার মানোন্নয়নে মতবিনিময়
ফরিদগঞ্জ প্রেসক্লাবে ভাষাশহীদ স্মরণে দোয়া ও সাধারণ সভা অনুষ্ঠিত

আরও খবর

error: Content is protected !!