মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হাজীগঞ্জের বড়কুল পূর্ব ইউনিয়নে কোন্দ্রা প্রিমিয়ার ক্রিকেট লীগ সিজন- ৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। কোন্দ্রা প্রবাসী কল্যাণ সংগঠনের আয়োজনে বেলচোঁ উত্তর বাজারস্থ মাঠে ফাইনাল খেলা শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
রোববার বিকালে আয়োজিত অনুষ্ঠানে সেবা সংঘের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন দল রয়েল স্ট্রাইকারস ও রানারআপ দল কোন্দ্রা বোম একাদশের খেলোয়াড়দের হাতে ট্রফি ও অন্যান্য পুরস্কার তুলে দেন। এসময় তিনি খেলোয়াড়দের উদ্দ্যেশ্যে দিক-নির্দেশনাম‚লক বক্তব্য রাখেন।
কোন্দ্রা প্রবাসী কল্যাণ সংগঠনের সভাপতি মো. ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইমান হোসেন, ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান মজিব, ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন টিটু ও ছাত্রনেতা কবির হোসেন রাজু প্রমুখ।
এসময় সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন ও সদস্য সাইফুল ইসলাম ওয়াসকুরুনি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সঞ্চালনা করেন মোল্লা মাকসুদ হোসেন ও খেলার ধারা ভাষ্যকারের দায়িত্ব পালন করেন কামরুল ইসলাম। খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্য অতিথিবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংগঠনের সদস্যসহ ক্রিকেট লীগে অংশগ্রহণকৃত বিভিন্ন দলের খেলোয়াড় ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কোন্দ্রা প্রবাসী কল্যাণ সমিতি সামাজিক ও মানবিক কার্যক্রম করে ব্যাপক সাড়া জাগিয়েছে। এর মধ্যে বর্ন্যাত্বদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, রমজান মাসে অর্ধেক মূল্যে ইফতার সামগ্রী বিক্রয়, বর্ষাকালে চারাগাছ বিতরণ, শীতকালে শীতবস্ত্র বিতরণ, মসজিদে টুপি ও ডিজিটাল ঘড়ি, ইমাম-মুয়াজ্জিনদের পাঞ্জাবি-পায়জামা, শিক্ষা প্রতিষ্ঠানে খাতা-কলম বিনামূলে প্রদান করে থাকে।
এছাড়াও প্রতি বছর ২টি করে ছাগল, ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণসহ এবং সংগঠনের আয়োজনে জাতীয় দিবস সমূহে ও সামাজিক অপরাধ প্রতিরোধে নিয়মিত ক্রীড়ানুষ্ঠান পরিচালনা হয়ে থাকে। আগামি দিনেও সংগঠনটি যেন নিয়মিত ও ধারাবাহিকভাবে সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কার্যক্রম পরিচালনা কার্যক্রম অব্যাহত রাখতে পারে, সেজন্য সর্বস্তরের মানুষের দোয়া চেয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।