মাইজভান্ডার দরবার শরীফের দিকপাল, ইমামে আহলে সুন্নাহ, শাইখুল ইসলাম, হুজুর গাউসুল ওয়ারা, হযরত শাহ সুফি মাওলানা সৈয়দ মইনুদ্দিন আহমদ আল হাসানী মাইজভান্ডারী (ক) পবিত্র চন্দ্র বার্ষিকী ফাতেহা উপলক্ষে ১৮ মার্চ বিকেলে জোরখালি খানকায়ে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়ায় ইফতার মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। মোনাজাত পরিচালনা করেন, খলিফা শাহ মোঃ সলিম উল্লাহ মিয়াজী।
উপস্থিত ছিলেন, খলিফা শাহ মোঃ কামরুজ্জামান হারুন, খলিফা আলহাজ্ব আলমগীর শাহ, খলিফা শাহ মোঃ বোরহান উদ্দিন দর্জি,খলিফা শাহ মোঃ আলা উদ্দিন বেপারী, মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নজরুল ইসলাম মামুন, ছেঙ্গারচর পৌর আঞ্জুমান কমিটির সভাপতি মোবারক হোসেন মুফতি, কোষাধ্যক্ষ হুমায়ূন কবির,পৌর যুব ফোরামের সভাপতি আমিন মিয়াজী, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ভূঁইয়া, গজরা ইউনিয়ন যুব ফোরামের সভাপতি খোরশেদ খান, সাংগঠনিক সম্পাদক শামীম বেপারী, পৌর যুব ফোরামের সাবেক সভাপতি শহীদ উল্লাহ প্রমুখ।