চাঁদপুরের হাজীগঞ্জে পারিবারিক জমিজমা ও নারিকেল গাছ নিয়ে বিরোধের জেরে এক নারীকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। উপজেলার বাকিলা ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামের বেপারী বাড়িতে গত ১১ মার্চ সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
এই ঘটনায় ভুক্তভোগী মরিয়ম বেগম (৫০) হাজীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তাদের বসতভিটার নারিকেল গাছ নিয়ে প্রতিবেশী মো. নাদিম (২৪) ও তার মা জাকিয়া বেগমের (৪৫) সঙ্গে বিরোধ চলে আসছিল। এর জেরে ওইদিন সন্ধ্যায় বিবাদীরা হাতে লোহার রড ও লাঠিসোটা নিয়ে মরিয়ম বেগমের ওপর হামলা চালায়।
মরিয়ম বেগম বলেন,”আমি একজন গৃহিণী, আইনের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু বিবাদীরা আমাদের জায়গার নারিকেল গাছের মালিকানা দাবি করে আসছে। ঘটনার দিন নাদিম ও তার মা আমাকে অকথ্য ভাষায় গালমন্দ করে। এরপর তারা আমার ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর করে এবং আমাদের বাড়ির জানালার গ্লাস ভাঙচুর করে।”
এ ঘটনায় স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন জানিয়েছেন, বিবাদীরা মরিয়ম বেগমকে বেধড়ক মারধর করেছে। তাকে রক্ষা করতে গেলে হামলাকারীরা আশপাশের লোকজনকেও হুমকি দেয়।
এই বিষয়ে অভিযুক্ত মৃত নুরুল ইসলামের ছেলে নাদিমকে একাধিক বার মুঠোফোনে কল দিলে তিনি রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
স্থানীয় ইউপি সদস্য শেখ মোহাম্মদ ইয়াসিন জানান , বিষয়টা আমি শুনেছি। ঘটনাস্থলে আমি গিয়েছি। আমি স্থানীয় ভাবে বসে এটা সমাধান করার চেষ্টা করবো।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিউদ্দিন ফারুক বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে, হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।