Header Border

ঢাকা, মঙ্গলবার, ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ (বসন্তকাল)
শিরোনাম
সিদ্ধিরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ইফতার মাহফিল অনুষ্ঠিত  হাজীগঞ্জে আলুর বাম্পার ফলনেও ব্যাপক ক্ষতি ও লোকসানের মুখে চাষীরা শাহরাস্তিতে বাড়ির ছাদ থেকে দিনমজুর যুবকের মরদেহ উদ্ধার হাজীগঞ্জে অবৈধ চারটি ইটভাটা ভেঙ্গে বন্ধ করে দেওয়া হয়েছে মতলব উত্তরে চাঁদা না দেওয়ায় হালচাষে বাধা ও মারধরের অভিযোগ  নারায়ণগঞ্জে রাজউকের অনুমতি ছাড়া ভবন নির্মাণ ব্যস্ত জামদানিপল্লি, জমজমাট বেচাকেনা আনসার বাহিনীর মহাপরিচালকের (ডিজি) প্রশংসা পত্র গ্রহণ করলেন ভিডিপি সদস্য সেরা কমান্ডার মিরাজুন্নবী না.গঞ্জে হঠাৎ করেই সাময়িক গ্যাস সংকট, বিপাকে নগরবাসী সিদ্ধিরগঞ্জে চাঁদা না পেয়ে জোরপূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর, পরিবহন কর্মচারীদের উপর হামলা।

শাহরাস্তিতে বাড়ির ছাদ থেকে দিনমজুর যুবকের মরদেহ উদ্ধার

চাঁদপুরের শাহরাস্তির চিতোষী পূর্ব ইউপি’র মনিপুর গ্রামে এক প্রবাসীর বাড়ির ছাদ থেকে দিনমজুর আলমগীর হোসেন (৩৫) নামে এক যুবকের মরদেহ পাওয়া গেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক হয়নি।
সোমবার (১৭ মার্চ) দিনগত রাত ৮টার দিকে ওই গ্রামের ছোলায়মান মাষ্টারের বাড়ির সৌদি প্রবাসী আবুল হোসাইন মানিকের বাড়ির ছাদে এ মরদেহের সন্ধান মিলে।

আলমগীর হোসেন ওই গ্রামের নতুন বাড়ির মৃত মো. শহীদ উল্লাহর ছেলে। তিনি পেশায় বটবটি চালক ও মাইকম্যান। এক ছেলে ও দুই কন্যা সন্তানের জনক আলমগীর। তার স্ত্রীর নাম তাছলিমা বেগম।

প্রবাসী মানিকের স্ত্রী খোদেজা বেগম জানান, ওই বাড়ির শিপন এশার নামাজ আদায় করে ফেরার সময় বাড়ির ছাদে কারো উপস্থিতি টের পেয়ে তাদেরকে জানায়। এরপর তারা ছাদে এসে আলমগীরকে এলোপাতাড়ি জখম অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

এদিকে খবর পেয়ে রাত ১০টার দিকে ঘটনাস্থলে যান শাহরাস্তি থানা পুলিশ। পুলিশ ওই বাড়ির লোকদের সাথে কথা বলে ঘটনা জানার চেষ্টা করছে। ঘটনাস্থল থেকে একটি মাঝারি সাইজের ধারালো ছুরি পাওয়াগেছে। মরদেহের সুরাতহাল রিপোর্ট তৈরী করেন শাহরাস্তির ওঘারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের (ইনচার্জ) পুলিশ পরিদর্শক গৌতম চন্দ্র হালদার।

নিহত আলমগীরের নিকটাত্মীয় মো. জাহিদ হাসান বলেন, ঘটনাস্থল থেকে মোবাইল ফোনে বিষয়টি আমাকে জানালে তাৎক্ষনিক সেখানে উপস্থিত হই এবং ৯৯৯ ফোন দিয়ে ঘটনাটি পুলিশকে জানানো হয়। এরপরই পুলিশ ঘটনাস্থলে আসে। খবর পেয়ে বহু মানুষ এসে এখানে ভীড় জমায়।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাসার জানান, কচুয়া সার্কেলের (শাহরাস্তি – কচুয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার রিজওয়ান সাঈদ জিক’র নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছেন। মরদেহ উদ্ধারসহ পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো পড়ুন  হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট উবিতে যথাযোগ্য মর্যাদায় ৭ মার্চ উদযাপন 

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

সিদ্ধিরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ইফতার মাহফিল অনুষ্ঠিত 
হাজীগঞ্জে আলুর বাম্পার ফলনেও ব্যাপক ক্ষতি ও লোকসানের মুখে চাষীরা
হাজীগঞ্জে অবৈধ চারটি ইটভাটা ভেঙ্গে বন্ধ করে দেওয়া হয়েছে
মতলব উত্তরে চাঁদা না দেওয়ায় হালচাষে বাধা ও মারধরের অভিযোগ 
নারায়ণগঞ্জে রাজউকের অনুমতি ছাড়া ভবন নির্মাণ
ব্যস্ত জামদানিপল্লি, জমজমাট বেচাকেনা

আরও খবর

error: Content is protected !!