শাহরাস্তিতে সিয়াম” শীর্ষক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৪ মার্চ শুক্রবার টামটা উত্তর ইউনিয়নের হোসেনপুর প্রধানিয়া বাড়ি আবু বকর আস সিদ্দিক (রাঃ) জামে মসজিদ কমপ্লেক্সে বাদ জুমা থেকে ইফতার পর্যন্ত এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিয়াম শীর্ষক গুরুত্বপূর্ণ আলোচনা করেন প্রধান আলোচক এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ সহযোগী অধ্যাপক, ড. মুহাম্মাদ সাইফুল্লাহ মাদানী, বিশেষ মেহমান সৌদি আরব থেকে আগত সৌদি ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি শাইখ আবু ইব্রাহিম খালিদ আল রাশীদী,
আবু বকর সিদ্দিক (রাঃ) মসজিদ কমপ্লেক্সের খতিব শায়েখ ওয়াছিউজ্জামা, বায়তুল হিকমাহ জামে মসজিদের খতিব উস্তাদ সাকিবুল ইসলাম, দাঈ জামসেদ মজুমদারসহ দেশবরন্য ওলামায়ে কেরামগন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন আবু বকর আস সিদ্দিক (রাঃ) জামে মসজিদ কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা মোহতামিম।
সিয়াম” শীর্ষক গুরুত্বপূর্ণ আলোচনায় দ্বিন ও আখেরাতের গুরুত্বপূর্ণ তাসরিফ পেশ করেন।
সভা শেষে ইফতার মাহফিলের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।