জসিম উদ্দিন, ফরিদগঞ্জ:
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের শহীদ সৈয়দ নগর গ্রামের আবু বকর জামে মসজিদে পবিত্র মহরম উপলক্ষে মিলাদ-মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ আগষ্ট) বাদ জোহর হাফেজ মোঃ শরীফ পাটোয়ারীর সভাপতিত্বে উক্ত মিলাদ-মাহফিল ও দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মুফতি মোঃ কামাল হোসাইন ইমাম ও খতিব আবু বকর জামে মসজিদ।
উক্ত মিলাদ-মাহফিলে উপস্থিত ছিলেন, পশ্চিম সানকি সাইর (শহীদ সৈয়দ নগর)জামেয়া ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব মাওলানা মোঃ দেলোয়ার হোসেন মল্লিক, পাটোয়ারী বাজার মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ মাহাবুব, বাজার ব্যবসায়ী মাওলানা ডা.মোঃ আলী আকবর , উপজেলা আওয়ামী লীগের সদস্য আনোয়ার হোসেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সদস্য জসিম উদ্দিন, আমরা মুক্তিযোদ্ধা সন্তান চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি খোরশেদ আলম মিয়াজী, সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম বাচ্চুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রান মুসল্লিগণ।
দোয়া অনুষ্ঠানে মোনাজাতের মাধ্যমে বিশ্বের সকল মুসলমানদের জন্য দোয়া করা হয় এবং উপস্থিত সকলের জন্য বুড়ি বোঝের আয়োজন করা হয়।