মনিরুল ইসলাম মনির :
বাংলাদেশ মটর শ্রমিক লীগ মতলব উত্তর উপজেলা শাখার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলার ব্রাহ্মনচক চৌরাস্তায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল।
উপজেলা মটর শ্রমিক লীগের সভাপতি চাঁন মিয়া প্রধানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খালেদ মিয়াজি (জসিম) ও দুর্গাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহজালাল এর যৌথ সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম লস্কর, দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন মাস্টার, আওয়ামী লীগ নেতা সুলতান মাহমুদ, উপজেলা যুবলীগের সদস্য আশরাফুল আলম মিলন, দুর্গাপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম, দুর্গাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামাল হোসেন লস্কর, উপজেলা মটর শ্রমিক লীগের সহ-সভাপতি মিলন সরকার, সাংগঠনিক সম্পাদক সবুজ বেপারী, দপ্তর সম্পাদক মানিক মিয়াজি, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাকির হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে মিলাদ দোয়ার অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।