আসন্ন জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে হাজীগঞ্জের কালচোঁ উত্তর ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য, দলীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় করেছেন, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও সদস্য, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী মো. জসিম উদ্দিন।
কালচোঁ উত্তর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মানিক হোসেন প্রধানীয়ার সভাপতিত্বে আসন্ন জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সোমবার বিকালে ইউনিয়ন পরিষদের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা পরিষদের সদস্য প্রার্থী হিসাবে বক্তব্য রাখেন হাজ জসিম উদ্দিন।
অতিথি হিসাবে বক্তব্য রাখেন, রাজারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাদী মিয়া, গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাচ্চু, বাকিলা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মিলন, হাজীগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমন, দ্বাদশগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান খোরশেদ আলম বকাউল ।
এ সময় আরো বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি কামাল হোসেন মজুমদার, কালচোঁ দক্ষিণ ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির আহবায়ক রোটা. এস.এম মানিকসহ কালচোঁ উত্তর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী ও সাধারন সদস্যরা।
উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মুন্সী মোহাম্মদ মনির, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দুলাল হোসেন, বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক হাবিবুর রহমান লিটন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি শাহদাত হোসেন রানা, সাধারন সম্পাদক শুকুর আলম গাজী, উপজেলা তাঁতীলীগের সভাপতি আলী আজগর, পৌর সাধারন সম্পাদক আব্দুল কাইয়ুম।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক মেহেদী হাসান রাব্বী, গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের উন্নয়ন সমন্বয় কমিটির নেতা আলী আহমেদ, সার্জেন্ট আবুল কাশেমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।