মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
হাজীগঞ্জ পৌরসভাধীন ধেররা ইমামে দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে মরহুম পীর সাইয়্যেদ জাহান শাহ্ মোজাদ্দেদীর বড় সাহেবজাদা সাইয়্যেদ মাখদুম শাহ্ মোজাদ্দেদী আল মাদানীর নেতৃত্বে এ জশনে জুলুসটি বের হয়।
জশনে জুলুসটি দরবার শরীফ থেকে বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর জশনে জুলুসটি দরবার শরীফের মসজিদে এসে আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের পূর্বে অনুষ্ঠানস্থলে শেষ হয়।
আলোচনা সভায় দোয়া ও মোনাজাত করেন, সাইয়্যেদ মাখদুম শাহ্ মোজাদ্দেদী আল মাদানী। এর আগে তিনি পবিত্র কোরআন মাজিদ ও হাদিসের আলোকে বক্তব্য রাখেন।
এছাড়াও বক্তব্য রাখেন, জশনে জুলুস উদযাপন কমিটির সভাপতি মাওলানা এ.এইচ.এম আহসান উল্যাহ্ আবেদী, সাধারণ সম্পাদক মাওলানা গাজী আব্দুর রাহীম প্রমুখ। এ সময় ওলামায়ে কেরাম, ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ ও কয়েক শতাধিক ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন।