আরকেনিউজ ডেস্ক :
কচুয়া থানা পুলিশের অভিযানে ৮ কেজি গাঁজাসহ মো. রেজাউল করিম (২৩) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের খাজুরিয়া যাত্রী ছাউনির সামনে থেকে গাঁজাসহ তাকে হাতে-নাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারি মো. রেজাউল করিম কুমিল্লা জেলার বাহ্মণপাড়া থানার রামচন্দ্রপুর (বাল্লাক) গ্রামের মো. কাশেম মিয়ার ছেলে। এদিন পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত একটি মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার অফিসার ইনচার্জের সার্বিক দিক-নির্দেশনায় বুধবার দুপুরে উপজেলার খাজুরিয়া গ্রামের কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের খাজুরিয়া যাত্রী ছাউনির সামনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ।
এ সময় চেকপোস্ট চলাকালীন সময়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সহিদুল হাসান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদক কারবারি মো. রেজাউল করিমের কাছ থেকে ৮ কেজি গাঁজা জব্দসহ তাকে হাতে-নাতে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।