মোঃ জামাল হোসেনঃ
শাহরাস্তিতে শহীদ আল্লামা ফারুকী (রাহ.) স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা ২০২২ সম্পন্ন হয়েছে। ৩ ডিসেম্বর শনিবার শাহরাস্তি উপজেলার মেহের ডিগ্রী কলেজ কেন্দ্র ও সূচিপাড়া ডিগ্রী কলেজসহ দু’টি কেন্দ্রে এ মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। আয়োজক সূত্রে জানা যায় উপজেলার বিভিন্ন বিদ্যালয়, মাদ্রাসা ও কিন্ডারগার্ডেনসহ ১২শ ৪০ জন পরীক্ষার্থী এই মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। জানাযায়
শিক্ষার মান উন্নয়নে ও প্রতিযোগিতার লক্ষ্যে এই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
মেধা বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মিন্টু। সূচিপাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির ভূঁইয়া,মেহের ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, সূচিপাড়া ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ (ভারপাপ্ত) মোঃ আবুল কালাম, উপস্থিত ছিলেন রাগৈ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মোঃ আব্দুর রহিম দেওয়ান, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ রুহুল কুদ্দুস লিটন ভূঁইয়া,
উঘারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মুজিবুর রহমানসহ শহীদ আল্লামা ফারুকী (রাহ.) স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষার নেতৃবৃন্দ। কেন্দ্রীয় পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মাদ হাসান জুলহাস ভুঁইয়া। মেহের ডিগ্রী কলেজ কেন্দ্র পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ জাকির হোসেন ভূঁইয়া, কেন্দ্র পরিচালক মোঃ ফারুক মজুমদার, সুচিপাড়া ডিগ্রী কলেজ কেন্দ্র পরীক্ষা পরিচালক আবু তাহের।
আগামী ০১-০২-২০২৩ ইং উক্ত পরীক্ষার ফলাফল স্থানীয় ও জাতীয় পত্রিকা সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হবে।