মতলব উত্তর ব্যুরো:
ফরাযীকান্দী উয়েসীয়া শরীফের সাজ্জাদানশীন পীর কিবলাজান ও চেয়ারম্যান নেদায়ে ইসলাম আল্লামা শায়খ সায়্যিদ মোশতাক আহমাদ আল আহমাদী উয়েসী রিফা’য়ী (মা.জি.আ) এর সহধর্মিণী মোসাম্মৎ আমেনা খাতুনের রূহের মাগফিরাত কামনায় শুক্রবার ১৬ ডিসেম্বর কুলখানী ও ইসালে সওয়াব উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। ফরাযীকান্দী কমপ্লেক্সের উয়েসীয়া শরীফ এর মাসজিদে ফাতিমাতুয যাহরায় সকাল ১০ টা থেকে শুরু হয়ে বাদ জুমাহ স্বলাত- সালাম মুনাজাত অনুষ্ঠিত হবে।
এ সময় খতমে কুরআন, খতমে আহমাদীয়া, খতমে তাহলীল সহ অন্যান্য খতম, আলোচনা, যিয়ারত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। উক্ত অনুষ্ঠানের সকলকে উপস্থিত হওয়ার আহŸান জানানো হয়েছে।