শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের প্রাসাদে বিক্ষোভকারীরা হামলা চালানোর চেষ্টা করলে সংঘর্ষের ঘটনা ঘটে। এর পর দেশটির রাজধানীতে কারফিউ জারি করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে এ ঘোষণা দেওয়া হয়। খবর আল জাজিরার।
খবরে বলা হয়, অর্থনৈতিক তীব্র সংকটের মধ্যে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এসব বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট প্রাসাদে হামলার চেষ্টা করছিলেন। এর পর পুলিশ কারফিউ জারি করে।
এক বিবৃতিতে শ্রীলঙ্কার ইনস্পেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) সিডি বিক্রমরত্নে বলেন, কলম্বোর অধিকাংশ জেলায় এ কারফিউ ‘পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত’ জারি থাকবে।