দেশের কুমিল্লা, ফেনী, লক্ষ্মিপুর ও নোয়াখালী এলাকা বন্যার পানিতে নিমজ্জিত। বর্ষা আর বান ও টানা বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে হাজীগঞ্জ উপজেলা। বন্যা না হলেও উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর, গন্ধর্ব্যপুর দক্ষিণ, বড়কুল পূর্ব ও হাজীগঞ্জ পৌরসভাধীন এলাকার প্রায় অর্ধ-লক্ষাধীকেরও বেশি মানুষ পানিবন্ধি হয়ে পড়েছেন। এর মধ্যে বড়কুল পূর্ব ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কোন্দ্রা গ্রাম রয়েছে।
জানা গেছে, কোন্দ্রা গ্রামের রাস্তাÑঘাট ও বসতবাড়িসহ সহস্রাধীন পরিবার পানিবন্ধি অবস্থায় রয়েছেন। এর মধ্যে শ্রমজীবি অনেক মানুষ খাদ্য সংকটে দিনাতিপাত করছেন। তাদের পাশে দাঁিড়য়েছেন উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন সংগঠন। এর মধ্যে কোন্দ্রা প্রবাসী কল্যাণ সমিতি রয়েছে। সংগঠনের নেতৃবৃন্দ লোক চক্ষুর আড়ালে রোববার ও সোমবার দিবাগত রাতে প্রায় দেড় শতাধিক পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করে।
উল্লেখ্য, কোন্দ্রা প্রবাসী কল্যাণ সমিতি সামাজিক ও মানবিক কার্যক্রম করে ব্যাপক সাড়া জাগিয়েছে। এর মধ্যে রমজান মাসে অর্ধেক মূল্যে ইফতার সামগ্রী বিক্রয়, বর্ষাকালে চারাগাছ বিতরণ, মসজিদে টুপি ও ডিজিটাল ঘড়ি, ইমাম-মুয়াজ্জিনদের পাঞ্জাবি-পায়জামা, শিক্ষা প্রতিষ্ঠানে খাতা-কলম, প্রতি বছর ২ টি করে ছাগল, ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণসহ এবং সংগঠনের আয়োজনে নিয়মিত ক্রীড়ানুষ্ঠান পরিচালনা হয়ে থাকে।
আগামি দিনেও সংগঠনটি যেন নিয়মিত ও ধারাবাহিকভাবে সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কার্যক্রম পরিচালনা কার্যক্রম অব্যাহত রাখতে পারে, সেজন্য সর্বস্তরের মানুষের দোয়া চেয়েছেন নেতৃবৃন্দ।