শাহরাস্তি প্রেসক্লাবের দাতা সদস্যদের সম্মাননা স্মারক গ্রহণ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক আঃ মান্নান পাটোয়ারী এন্ভ সন্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আব্দুল মান্নান পাটোয়ারী। ৭ সেপ্টেম্বর দুপুরে আঃ মান্নান পাটোয়ারীর প্রতিষ্ঠিত জামেয়া ইসলামিয়া সামছুল উলুম ফেরুয়া কওমী মাদ্রাসার অফিস কক্ষে শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল আঃ মান্নান পাটোয়ারীর হতে সম্মাননা স্মারক তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ খোরশেদ আলম পাটোয়ারী, সুচিপাড়া উঃ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান পাটোয়ারী, নির্বাহী সদস্য জালাল আহমেদ খোকন, শাহরাস্তি প্রেসক্লাবের নির্বাহী সদস্য ফয়েজ আহমেদ, অর্থ সম্পাদক মোঃ জামাল হোসেন, দপ্তর সম্পাদক মহিউদ্দিন, বিএনপির নেতা আলী আকবর ব্যাপারী, মনির হোসেন প্রমুখ।