মনিরুল ইসলাম মনির:
মতলব উত্তর উপজেলায় বিপুল উৎসাহ উদ্দীপনা এবং বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টায় উপজেলা ক্যাম্পাসে নির্মিত বিজয় ভাস্কর্যে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য এড. নুরুল আমিন রুহুল, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসান, মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিউদ্দিন’সহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের জনগণ।
সকাল ৯ টার উপজেলা ক্যাম্পাস সংলগ্ন (প্রস্তাবিত)শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা অবমুক্ত, বেলুন উড়িয়ে বিজয় দিবসের উদ্বোধন করা হয়। পরে সেখানে কুচকাওয়াজের আয়োজন করা হয়। এতে উপজেলা পুলিশ, আনসার সদস্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পরে আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন এবং মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বেলা সাড়ে ১১ টায়(প্রস্তাবিত) শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান এর সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওরঙ্গজেব, ছেংগারচর পৌরসভার সহায়ক রেফায়েত উল্যাহ দর্জি ও এড. জসিম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন, চাঁদপুর-২ নির্বাচনী আসনের সংসদ সদস্য আলহাজ্ব এড. নুরুল আমিন রুহুল, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এড. রুহুল আমিন, ছেংগারচর পৌর প্রশাসক আল এমরান খান, এএসপি (কচুয়া সার্কেল) আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, মতলব উত্তর থানার ওসি মহিউদ্দিন, বিএলএফ কমান্ডার আব্দুল খালেক, মতলব উত্তর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মুজাম্মেল হক, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, সাংবাদিক ফারুক হোসেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, স্বাধীনতা একদিনে আসেনি। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ,২ লক্ষ মা-বোনদের সম্ভ্রমহানি ও ৩০ লক্ষ আতœত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীন বাংলাদেশ।যেই স্বাধীনতা যুদ্ধের ডাক দিয়ে ছিলেন জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে তারই কন্য শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে যাচ্ছে।এর মধ্যেও চক্রান্ত চলছে, যে কোন চক্রান্ত মোকাবেলায় আমাদেরকে সজাক দৃষ্টি রাখতে হবে। সোনার বাংলা প্রতিষ্ঠার স্বার্থে, ষড়যন্ত্রকারীদের মোকাবোলায় আওয়ামী পরিবারের লোকদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
প্রধান অতিথি আরো বলেন, আপনারা শেখ হাসিনার জন্য দোয়া করবেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার পাশে থাকুন। দেশকে আরো এগিয়ে নিয়ে যান। নির্বাচন আসছে দেশে নানা জটিলতা সৃষ্টি হবে কিন্তু আপনাদের সজাক দৃষ্টি রাখতে হবে। উস্কানী হতেপারে কিন্তু বিভ্রান্ত হওয়া চলবেনা।