মোঃ জামাল হোসেনঃ
শাহরাস্তিতে ইট বোঝাই পিকআপ গাড়ির চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে।
৯ জানুয়ারি (সোমবার) বিকেলে মুদাফফরগঞ্জ চিতোষী সড়কের শাহরাস্তি উপজেলার বেরনাইয়া হাজি বাড়ির রাস্তার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিয়তের পরিবার ও স্থানীয়রা জানায় ঐদিন বিকেলে বেলনাইয়া হাজী বাড়ির মোঃ শরিফুল ইসলাম (৩০) এর ছেলে দীন মোহাম্মদ (৪) তার বাড়ির সামনে রাস্তায় খেলতে বের হলে একটি ইট বোঝাই পিকাআপ রেজি নং (ফেনী- নং ১১-০৫৭৪) গাড়িটি তাকে চাপদেয় এতে ঘটনাস্থলে শিশুটি রাস্তায় পৃষ্ঠ হয়ে প্রাণ হারায়। ওই সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা উপজেলার উঘারিয়া গ্রামের আব্দুল হান্নানের মালিকনা গাড়ি ও একই গ্রামের চালক সোওরাব হোসেনের হাতের পিকআপটি আটক করে।
এ সংবাদ চারদিকে ছড়িয়ে পড়লে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন সঙ্গে ফোর্স ঘটনাস্থলে হাজির হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয় তিনি জানান আইনি প্রক্রিয়া অনুসরণ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।