শাখাওয়াত হোসেন শামীম:
বিশ্বের মধ্যে অন্যতম শুশৃঙ্খল একটি ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। দেশের সকল গণতন্ত্র আন্দোলনে স্বঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল ছাত্রলীগের। ৫২ ভাষা আন্দোলন, ৫৪ যুক্ত ফ্রন্ট নির্বাচন, ৬২ শিক্ষা আন্দোলন, ৬৬ সালের ৬ দফা আন্দোলন, ৬৯ সালের গণঅভ্যুত্থান এবং ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে ছাত্রলীগের অবদান ছিল অনস্বিকার্য।
বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং বাংলাদেশর স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে ১ নং রাজারগাঁও ইউনিয়ন ছাত্রলীগ আয়োজিত অনুষ্ঠানে টেলিকনফারেন্সে মাধ্যমে প্রধান অতিথি বক্তব্য হাজীগঞ্জ -শাহরাস্তি নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর(অব.) রফিকুল ইসলাম বীর উত্তম এ কথা বলেন।
এসময় তিনি আরো বলেন,সময়ের প্রয়োজনে ছাত্রলীগ সব সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছে। কারণ ছাত্রলীগ হলো একটি এলিট ফোর্স। আগামী নির্বাচনেও ছাত্রলীগ সঠিক সিদ্ধান্ত নিবে।’
ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান, লক্ষ্য এবার ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং বাংলাদেশর স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস-২০২৩ খিস্টাব্দ উপলক্ষ্যে মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকালে হাজীগঞ্জ উপজেলাধীন ১ নং রাজারগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তারেক আজিজ এবং সাধারন সম্পাদক নজরুল ইসলাম বিপ্লব পাটওয়ারী এর নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি,আলোচনা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন ছাত্রলীগ আয়োজিত বর্ণাঢ্য র্যালিটি রাজারগাঁও পূর্ব বাজার থেকে বের হয়ে পশ্চিম বাজার প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এসে সমাবেশে মিলিত হয়।
ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোঃ হান্নান পাটওয়ারীর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন,চাঁদপুর জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী জসিম উদ্দিন, সাবেক পৌর আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক মুন্সী মোহাম্মদ মনির,ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের ৩ বারের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাদী মিয়া ও সাধারন সম্পাদক হাজী আবুল কালাম,৪ নং কালোচোঁ দক্ষিণ ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির আহবায়ক ও রামপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রোটা.এসএম
মানিক,উপজেলা যু্বলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জাকির হোসেন সোহেল,উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আবু ইউসুফ মোহন গাজী,পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ সোহেল আলম বেপারী প্রমুখ।
ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তারেক আজিজের সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম বিপ্লব পাটওয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠান অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন যু্বলীগ নেতা মোহাম্মদ জাকির হোসেন,ইউনিয়ন যু্বলীগের আহবায়ক কেএম ফয়েজ বাবু,ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ শাহনেওয়াজ মুন্সী, ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ফরহাদ হোসেনসহ আওয়ামীলীগ, যু্বলীগ ও ছাত্রলীগের নেতা,কর্মী ও সমর্থকবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।