মোঃ জামাল হোসেনঃ
শাহরাস্তিতে রুহুল আমিন স্মৃতি ইসলামী বৃত্তি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২৬ জানুয়ারী বৃহস্পতিবার নুনিয়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বৃত্তি পরীক্ষা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পরিক্ষার হল পরিদর্শন করেন শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মিন্টু।
এসময় তিনি পরিক্ষায় অংশগ্রহণকারিদের ভালো-মন্দ খোঁজ খবর নেন। শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় মূল্যবোধ তৈরি ও নৈতিকতা জ্ঞানে উদ্ভুদ্ধ করাই এই প্রতিযোগিতামূলক বৃত্তি পরিক্ষার মুল উদ্দেশ্য ও লক্ষ্য। বৃত্তি পরিক্ষায় শাহরাস্তি উপজেলার পঞ্চাশউর্ধ্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেজি স্কুল ও উচ্চ বিদ্যালয়ের ৩য় থেকে ১০ম শ্রেণিতে অধ্যয়নরত ৬৩৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রত্যেক শ্রেণির ৩জন, তন্মধ্যে একজন ট্যালেন্টপুল ও দুইজনকে সাধারণ গ্রেড সহ মোট ২৪জনকে এই বৃত্তি পরিক্ষার সনদ ও এককালীন আর্থিক উপহার প্রদান করা হয়।
উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, চৌধুরী মোস্তফা কামাল, সূচিপাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির লিটন, কলেজের সহকারী অধ্যাপক ও ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মোঃ আবুল কালামসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন পর্যায়ে নেতা-কর্মী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও এলাকার শিক্ষানুরাগী সূধী সমাজের প্রতিনিধিগন।
আয়োজক সূত্রে জানা যায় সূচিপাড়া উত্তর ইউনিয়নের দৈকামতা গ্রামের বাসিন্দা মরহুম শিক্ষক বাবা মাওলানা রুহুল আমিন এর স্মৃতি রক্ষায় তার দুই শিক্ষক পুত্র মোহাম্মদ মাহবুব আলম ও মাওলানা মোহাম্মদ ফারুক হোসাইন এই ফাউন্ডেশন স্থাপন ও বৃত্তি প্রদানের এই মহতি উদ্যোগ গ্রহন করেন।
প্রথমবারের ন্যায় এই বৃত্তি প্রদান চালু করা হয়েছে। এক প্রতিক্রিয়ায় উদ্যোক্তাগন আশাবাদ প্রকাশ করে বলেন, নিকট ভবিষ্যতে এই উদ্যোগে উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীগন সামিল হবে।
বৃত্তি প্রদান পরিক্ষা পরিচালনায় হল সুপার হিসাবে দায়িত্ব পালন করেন, নুনিয়া ইসলামীয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন মোল্লা।