মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
আসন্ন দ্বাদশগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ শুরু করেছেন, নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী মো. আবু তাহের প্রধানীয়া। গত ২৩ জানুয়ারী নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করে যাচ্ছেন।
ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক মো. আবু তাহের প্রধানীয়া গত ইউনিয়ন পরিষদ নির্বাচনেও নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কিন্তু তিনি মনোনয়ন না পাওয়ায় তার প্রার্থীতা প্রত্যাহার করে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে নির্বাচন করেন।
আগামি ১৬ মার্চের নির্বাচনেও তিনি নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী। সে লক্ষে তিনি দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের সাথে নিয়ে ইউনিয়নে গণসংযোগ শুরু করেছেন। তিনি সর্বসাধারণের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি মানুষের খোঁজ-খবর নিচ্ছেন।
সোমবার বিকালে নিজ গ্রাম ইছাপুরা গণসংযোগকালে চেয়ারম্যান প্রার্থী মো. আবু তাহের প্রধানীয়ার বাবা মো. নুরুল ইসলাম প্রধানীয়া, প্রকৌশলী মো. শাহজাহান সিরাজ, সফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আব্দুল রশিদ, সোলেমান বকাউল, মাহাবুব আলম, মাইনুদ্দিন মিয়াজী, আলামিন, মহাসিন, মফিজ হাওলাদারসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চেয়ারম্যান প্রার্থী মো. আবু তাহের প্রধানীয়া দলীয়, সামাজিক, সাংস্কৃতিক ও সাংগঠনিক সকল কার্যক্রমে অংশগ্রহণসহ অসহায় ও অস্বচ্ছল দলীয় নেতা-কর্মী এবং সাধারণ মানুষের পাশে ছিলেন এবং তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এখনো তিনি মানুষের পাশে আছেন, ভবিষ্যতেও থাকবেন বলে সংবাদকর্মীদের জানান।
এক প্রতিক্রিয়ায় মো. আবু তাহের প্রধানীয়া বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনের নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। যে উন্নয়ন শহর থেকে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌছেছে এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বেই উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন পূরণ হবে।
তিনি বলেন, বঙ্গবন্ধুর আর্দশে অনুপ্রাণিত হয়ে আমি আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত হয়েছি এবং একজন ক্ষুদ্র কর্মী হিসাবে গত ত্রিশ বছর যাবৎ দলের সাথে থেকে নিজের সামর্থ অনুযায়ী কাজ করে যাচ্ছি। আসন্ন দ্বাদশগ্রাম ইউনিয়ন নির্বাচনে আমি দলীয় মনোনয়ন প্রত্যাশী। মনোনয়ন পেলে আশাকরি আমি নির্বাচিত হবো।