শাখাওয়াত হোসেন শামীম :
সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, দমন-পীড়ন ও নির্যাতন বন্ধ, বিরোধীদলীয় নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি, বিদ্যুৎ,গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে হাজীগঞ্জ উপজেলার ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়ন বিএনপির উদ্দোগে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ ফেব্রুয়ারী) বিকেলে কাঠালী বাদামতলী থেকে পদযাত্রা বের হয়ে পাতানিশ আড়ং বাজারে গিয়ে পদযাত্রা শেষে সংক্ষেপিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. আব্দুল কুদ্দুছ মুন্সীর সভাপতিত্বে ও সদস্য সচিব মো. জসিম উদ্দিন কাঞ্চনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, পৌর বিএনপির সহ-সভাপতি মো. শাহীন মজুমদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের আহবায়ক মো. আকতার হোসেন দুলাল,উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. ইমাম হোসেন লিটন, ইউনিয়ন বিএনপির সদস্য মো. মাসুদ খন্দকার।
ওই সময় উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক মো. গিয়াস উদ্দিন গাজী, ইউনিয়ন যুবদলের সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন খান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. জহিরুল ইসলাম মজুমদার, মৎস্য দলের সভাপতি রিপন মজুমদার, সাধারণ সম্পাদক শাহদাৎ হোসেন মুন্সী, ছাত্রদলের সভাপতি মো. এমরান হোসেন খান মিঠু, সাধারণ সম্পাদক রাজু আহমেদসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মৎস্য দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।