মতলব উত্তর ব্যুরো :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটেরচর ভুইয়া পেট্টোল পাম্প সংলগ্ন সড়ক দূর্ঘটনায় ঘটনাস্থলে নিহত হন সেনা সদস্য মো. মেহেদী হাসান তুষার এবং মারাত্মক আহত হন তুষাষের বোন জামাই রিয়াজ উদ্দিন। ২১শে ফেব্রæয়ারী সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ঢাকা থেকে মতলব উত্তর উপজেলার মিলারচর নিজ বাড়িতে আসার সময় দূর্ঘটনাস্থলে একই পাশ থেকে আসা ট্রাকের চাপায় পিষ্ট হন মোটর সাইকেলে ২৫ বছর বয়সী তুষার ও তার বোন জামাই রিয়াজ উদ্দিন ছিলেন।
মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নাধীন মিলারচর গ্রামের সাবেক সেনা কর্মকর্তা শামসুল হক এর একমাত্র ছেলে মেহেদী হাসার তুষারের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সদ্য বিবাহিত সেনা সদস্য তুষার এর মরদেহ ঢাকা থেকে গ্রামের বাড়ি মতলবের মিলারচরে আনা হয়।
বুধবার বাদ আছর কলাকান্দা ইউনিয়নের মিলারচর নীলনগর উচ্চ বিদ্যালয়ের মাঠে তুষার এর জানাযার নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।