মনিরুল ইসলাম মনির:
মতলব উত্তর উপজেলার অলিপুর উচ্চ বিদয়ালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং কৃতি শিক্ষার্থীদের
সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (৬ মার্চ) বিকেলে বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেন ও পুরস্কার বিতরণ করেন উপজেলা শিক্ষা অফিসার আবদুল কাইয়ুম খান। বিদ্যালয়ের সভাপতি ও কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য রিয়াজুল হাসানের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক সাইদুর রহমানের পরিচালনায় আরো বক্তব্য দেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কাদের, প্রতিষ্ঠাতা মরহুম ইঞ্জিনিয়ার আতাউর রহমানের সহধর্মীনী
নাজমা বেগম, দাতা সদস্য আবুল বাশার বাবু, কো-অপ সদস্য নাজমুল হক, বিশিষ্ট সমাজ সেবক আনোয়ার উল্লাহ, অলিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হারুন অর রশিদ, স্থানীয় ইউপি সদস্য মো. জনি শিকদার প্রমুখ। এসময় বিদ্যালয়ের শিক্ষক, শিকার্থী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, ক্রীড়া ও সাংস্কৃতি মানুষের মৌলিক চাহিদা। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করা প্রয়োজন। খেলাধুলা না করলে মানুষের মনের বিকাশ ঘটে না। তারা আরো বলেন, অলিপুর উচ্চ বিদ্যলয় একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান।
এই প্রতিষ্ঠানটি সুনামের সাথে আসছে। এবারও অন্যান্য বছরের মতো ভালো ফলাফল করছে। এবছর এসএসসিতে ৩ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে।
আশা করি আগামীতে আরো ভালো ফলাফল করবে, ইনশাআল্লাহ।