মোহাম্মদ হাবীব উল্যাহ্:
“ডিজিটাল প্রযুক্তি ও উদ্বাধন, জেন্ডার বৈষম্য করবে নিরসন” এই প্রতিপাদ্যে চাঁদপুরের হাজীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বুধবার (৮ মার্চ) দিবসটি উদযাপন করা হয়।
দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মেহেদী হাসান মানিকের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা সানজিদা মজুমদারের আলোচনা সভায় বক্তব্য রাখেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌ. মো. জাকির হোসাইন।
শিক্ষক উম্মে শায়খা দিলরুবা দিপ্তীর উপস্থাপনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সিনিয়র সদস্য খালেকুজ্জামান শামীম, কিশোর-কিশোরী ক্লাবের সদস্য জান্নাতুল নাঈম ইকরা প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন হাওয়া আক্তার, গীতা পাঠ করেন মিলি সাহা।